Asia Cup: এশিয়া কাপে ভারতের স্কোয়াড নিয়ে বড় বিবৃতি অজি তারকার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 21, 2023 | 11:20 PM

Asia Cup 2023, CWC: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে ৮৯০ রান করেছেন ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল। দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে গত দেড় বছর স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন।

Asia Cup: এশিয়া কাপে ভারতের স্কোয়াড নিয়ে বড় বিবৃতি অজি তারকার
Image Credit source: twitter

Follow Us

এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসছে। স্কোয়াড নিয়ে নিজেদের মত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেউ বা স্কোয়াড নিয়ে খুশি, তেমনই কী করলে আরও ভালো হতে পারত সেটা বলছেন। তেমনই কারও বাদ পড়া নিয়ে হতাশও। এশিয়া কাপের দলে জায়গা হয়নি ডান হাতি রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের। যা নিয়ে হতাশ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট বিশেষজ্ঞ ম্যাথু হেডেন। ভারতের স্কোয়াড নিয়ে নানা মন্তব্য করলেন। বিস্তারিত জেনে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে ৮৯০ রান করেছেন ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল। দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে গত দেড় বছর স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন। তেমনই এশিয়া কাপে ভারতীয় দলে একেবারে নতুন মুখ তিলক ভার্মা। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। প্রথম বার ওয়ান ডে-তে সুযোগ পেলেন। তাও আবার বড় মঞ্চে। ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা হতে পারে এই তরুণ বাঁ হাতি ব্যাটারের।

শুভমন, তিলকদের নিয়ে উচ্ছ্বসিত ম্যাথু হেডেন। একটি অনুষ্ঠানে বলেন, ‘দুর্দান্ত প্রতিভা। শুভমন এই বয়সেই দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছে। তিলক দেশের জার্সিতে ওয়ান ডে না খেললেও এর মানে এই নয় যে পারফর্ম করতে পারবে না। আইপিএলের ক্ষেত্রেও এমনটা দেখেছি। এমন অনেক ক্রিকেটারই আসে যাদের এই টুর্নামেন্ট নিয়ে তেমন স্বচ্ছ ধারনা থাকে না। কতটা চাপ কিংবা উত্তেজনা, সেটা জানে না। সময়ের সঙ্গে তারকা হয়ে ওঠে। আন্তর্জাতিক ক্রিকেটেও এমনটা হতে পারে। ভারতের মিডল অর্ডার প্রশংসনীয় হয়েছে। শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার য়াদব, তিলক ভার্মা। রোহিতের কথা অনুযায়ী, সেরা লাইন আপ। সত্যিই তাই।’

তেমনই যুজবেন্দ্র চাহালের সুযোগ না পাওয়া প্রসঙ্গে হেডেন যোগ করলেন, ‘এটা বড় সিদ্ধান্ত। আমি নিশ্চিত নির্বাচকদের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত। চাহালের মতো একজনকে দলে না রাখা খুবই কঠিন। তবে চাহাল না থাকলেও আর একজন দক্ষ রিস্ট স্পিনার কুলদীপ যাদব রয়েছে।’

Next Article