Babar Azam: ‘দলের প্রত্যেকে ক্ষুধার্ত’, বড় টুর্নামেন্টের আগে হুঙ্কার বাবরের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 21, 2023 | 11:58 PM

Asia Cup 2023: আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তানের কাছে।

Babar Azam: দলের প্রত্যেকে ক্ষুধার্ত, বড় টুর্নামেন্টের আগে হুঙ্কার বাবরের
Image Credit source: twitter

Follow Us

সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। তবে তাঁর আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কায় এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচ। সেখানেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। কাল থেকেই শুরু হচ্ছে সিরিজ। এশিয়া কাপের জন্য সেরা প্রস্তুতি। দেশের মাটিতে প্রস্তুতি শিবিরও করেছে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে দুটি বড় টুর্নামেন্টের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়া প্রাথমিক লক্ষ্য। অধিনায়ক বাবর আজম এই দুই বড় টুর্নামেন্টের আগে বলছেন, ‘দলের প্রত্যেকেই ক্ষুধার্ত’। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।

ঘরের মাঠে শেষ ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তানের কাছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘দলের প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে। প্রত্যেকেই ম্যাচ জেতানো পারফরম্যান্স দিতে চায়।’

এশিয়া কাপের আগে এই সিরিজ প্রসঙ্গে বাবর আরও যোগ করেন, ‘গত সিরিজে ভিন্ন ম্যাচে আলাদা আলাদা প্লেয়ার সেরার পুরস্কার জিতেছে। দলের জন্য যা খুবই ভালো দিক। বড় টুর্নামেন্টে পারফর্ম করলে আত্মবিশ্বাস বাড়ে। আমি মনে করি, বোলাররাই বড় টুর্নামেন্ট জেতাবে। ওদের ওপর আমার বিশ্বাস রয়েছে।’ তবে এই সিরিজ সহজ হবে না। পরিসংখ্যান অবশ্য উল্টো কথাই বলছে। পাকিস্তানকে কখনও ওয়ান ডে সিরিজে হারাতে পারেনি আফগানিস্তান। বাংলাদেশের মাটিতে দুর্দান্ত পারফর্ম করেছেন রশিদ খানরা। বাবর আজম বলছেন, ‘সামনে বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা তারই প্রস্তুতি নিচ্ছি। এই সিরিজে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে নজর থাকবে।’

Next Article