AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWC 2025 Final: ঐতিহাসিক স্কোরকার্ড আপনার সংগ্রহে রেখে দিন

IND W vs SA W: ডিওয়াই পাটিলের ২২ গজে কাপযুদ্ধে হ্যারি-স্মৃতিরাই ছিলেন হট ফেভারিট। দক্ষিণ আফ্রিকা ঝড় তুলেছিল ঠিকই, ভারত যা খুব সহজেই থামিয়ে দেয়। কীভাবে প্রোটিয়া বধ করলেন ভারতের ১১ মেয়ে? এই স্কোরকার্ড, যা তুলে ধরছি আপনাদের সামনে, তা আসলে ভারতের মেয়েদের ইতিহাসের দলিল। সংগ্রহে রেখে দিন আপনার।

CWC 2025 Final: ঐতিহাসিক স্কোরকার্ড আপনার সংগ্রহে রেখে দিন
CWC 2025 Final: ঐতিহাসিক স্কোরকার্ড আপনার সংগ্রহে রেখে দিনImage Credit: PTI
| Updated on: Nov 03, 2025 | 12:17 AM
Share

ভারতের মাঠে ইতিহাস মেয়েদের। চেষ্টা চলছিল অনেকদিন ধরেই। ২০১৭ সালে খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে চোখের জলে স্বপ্ন ধুয়ে গিয়েছিল। ৮ বছর পর সেই স্বপ্ন এ বার হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মাদের হাতের মুঠোয়। ২০১১ সালে যে শহরে ইতিহাস তৈরি করেছিল মহেন্দ্র সিং ধোনির টিম, ১৪ বছর পর সেই শহরেই ইতিহাস আবার ফিরে দেখালেন রিচা ঘোষ, শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগসরা। গ্রুপ লিগে হারের হ্যাটট্রিক। সেখান থেকে ঘুরে দাঁড়ানো। সেমিফাইনালে বিশ্বরেকর্ড করে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা। ডিওয়াই পাটিলের ২২ গজে কাপযুদ্ধে হ্যারি-স্মৃতিরাই ছিলেন হট ফেভারিট। দক্ষিণ আফ্রিকা ঝড় তুলেছিল ঠিকই, ভারত যা খুব সহজেই থামিয়ে দেয়। কীভাবে প্রোটিয়া বধ করলেন ভারতের ১১ মেয়ে? এই স্কোরকার্ড, যা তুলে ধরছি আপনাদের সামনে, তা আসলে ভারতের মেয়েদের ইতিহাসের দলিল। সংগ্রহে রেখে দিন আপনার।

স্কোরকার্ড

ভারত ২৯৮-৭ (৫০ ওভার)

দক্ষিণ আফ্রিকা ২৪৬ (৪৫.৩ ওভার)

ভারত

স্মৃতি মান্ধানা ৪৫ বলে ৫৮, ক জাফটা, বো ট্রেয়ন

শেফালি ভার্মা ৭৮ বলে ৮৭, ক লুস, বো খাকা

জেমাইমা রদ্রিগস ৩৭ বলে ২৪, ক উলভার্ট, বো খাকা

হরমনপ্রীত কৌর (অধিনায়ক) ২৯ বলে ২০, বো মলাবা

দীপ্তি শর্মা ৫৮, রান আউট

আমনজোৎ কৌর ১২, কট অ্যান্ড বোল্ড ডি ক্লার্ক

রিচা ঘোষ (উইকেটকিপার) ক ড্রেকসেন, বো খাকা

রাধা যাদব ৩ নট আউট

অতিরিক্ত – ১৫

মোট- ২৯৮-৭ (৫০ ওভার)

উইকেট পতন :- ১-১০৪ (স্মৃতি মান্ধানা, ১৭.৪), ২-১৬৬ (শেফালি ভার্মা, ২৭.৫), ৩-১৭১ (জেমাইমা রড্রিগস, ২৯.৪), ৪-২২৩ (হরমনপ্রীত কৌর, ৩৮.৬), ৫-২৪৫ (আমনজোৎ কৌর, ৪৩.১), ৬-২৯২ (রিচা ঘোষ, ৪৮.৬), ৭-২৯৮ (দীপ্তি শর্মা, ৪৯.৬)।

দক্ষিণ আফ্রিকা

লরা উলভার্ট ১০১, ক আমনজোৎ, বো দীপ্তি

তাজমিন ব্রিটস ২৩, রান আউট (আমনজ্যোৎ)

অ্যানেক বস্ক ০, এলবিডব্লিউ চারানি

সান লুস ২৫, ক ও বো শেফালি

মারিজেন ৪, ক রিচা বো শেফালি

সিনালো ১৬, ক রাধা বো দীপ্তি

আন্নেরি ড্রেকসেন ৩৫, বো দীপ্তি

ট্রেয়ন ৯, এলবিডব্লিউ দীপ্তি

খাকা ১, রান আউট

মলাবা ০ নট আউট

অতিরিক্ত – ১৪

মোট- ২৪৬ (৪৫.৩ ওভারে)

উইকেট পতন:- ১-৫১ (তাজমিন, ৯.৩), ২-৬২ (বস্ক, ১১.৫), ৩-১১৪ (লুস, ২০.২), ৪-১২৩ (মারিজেন ২২.১), ৫-১৪৮ (সিনালো ২৯.৩), ৬-২০৯ (ড্রেকসেন, ৩৯.৩), ৭-২২০ (লরা উলভার্ট, ৪১.১), ৮-২২১ (ট্রেয়ন, ৪১.১), ৯-২৪৬ (খাকা, ৪৪.৬), ১০-২৪৬ (ক্লার্ক, ৪৫.৩)।