Vijay Hazare Trophy Final: কাজে এল না ডিকের সেঞ্চুরি, প্রথম বার বিজয় হাজারে চ্যাম্পিয়ন হিমাচল
রবিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির ফাইনালে (Vijay Hazare Trophy Final) তামিলনাড়ুকে (Tamil Nadu) হারিয়ে প্রথম বার ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। তামিলনাড়ুর হয়ে দীনেশ কার্তিকের দুরন্ত সেঞ্চুরি কোনও কাজে এল না।
তামিলনাড়ু ৩১৪ (৪৯.৪ ওভার) হিমাচল প্রদেশ ২৯৯-৪ (৪৭.৩ ওভার) ১১ রানে জয়ী হিমাচল প্রদেশ (ভিজেডি পদ্ধতিতে)
জয়পুর: রবিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির ফাইনালে (Vijay Hazare Trophy Final) তামিলনাড়ুকে (Tamil Nadu) হারিয়ে প্রথম বার ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। তামিলনাড়ুর হয়ে দীনেশ কার্তিকের দুরন্ত সেঞ্চুরি কোনও কাজে এল না। ম্যাচের শেষ বেলায় খারাপ আলোর কারণে খেলা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ফলে ভিজেডি পদ্ধতিতে ১১ রানে জয়ী হলেন ঋষি ধাওয়ানরা।
C. H. A. M. P. I. O. N. S ?
Congratulations to Himachal Pradesh on their maiden #VijayHazareTrophy triumph. ? ?#HPvTN #Final pic.twitter.com/NbOivvZI84
— BCCI Domestic (@BCCIdomestic) December 26, 2021
টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হিমাচলের অধিনায়ক ঋষি। শুরুটা মোটেও ভালো করতে পারেনি তামিলনাড়ু। ৪০ রানের মাথায় চার উইকেট হারিয়ে ফেলেন দীনেশ কার্তিকরা। এই সময় ক্রিজে আসেন ডিকে। ১০৩ বলে ১১৬ রানের দুরন্ত ইনিংস খেলে যান তিনি। পাশাপাশি বাবা ইন্দ্রজিৎের ব্যাট থেকে এসেছে ৭১ বলে ৮০ রান। ২১ বলে ৪২ রান করেন শাহরুখ খানও। অধিনায়ক বিজয় শঙ্করের ব্যাট থেকে এসেছে ২২ রান। তবে, ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় তামিলনাড়ু। হিমাচলকে ৩১৪ রানের টার্গেট দেয় ডিকের তামিলনাড়ু। হিমাচলের হয়ে ৪টি উইকেট নেন পঙ্কজ জয়ওয়াল এবং ৩টি উইকেট নেন অধিনায়ক ধবন।
THAT. WINNING. FEELING! ? ?
The @rishid100-led Himachal Pradesh beat Tamil Nadu to clinch their maiden #VijayHazareTrophy title. ? ?#HPvTN #Final
Scorecard ▶️ https://t.co/QdnEKxJB58 pic.twitter.com/MeUxTjxaI1
— BCCI Domestic (@BCCIdomestic) December 26, 2021
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে হিমাচল। দুই ওপেনার শুভম আরোরা এবং প্রশান্ত চোপড়া মিলে ৬০ রান তোলেন স্কোর বোর্ডে। তারপরই প্রথম ধাক্কা খায় হিমাচল। সাই কিশোর ফেরান প্রশান্ত চোপড়াকে। এর পর অমিত কুমারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভম আরোরা। ৭৯ বলে ৭৪ রান করেন অমিত কুমার। তবে ম্যাচের যাবতীয় আলোচনার কেন্দ্রে ছিলেন হিমাচলের ওপেনার শুভম আরোরা। ১৩১ বলে ১৩৬ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন তিনি। ১৩৬ রানের ইনিংস তিনি সাজিয়েছিলেন, ১১টি চার ও ১টি ছয় দিয়ে। হিমাচল ক্যাপ্টেন ঋষি ধাওয়ান ২৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে হিমাচল। ভিজেডি পদ্ধতিতে ১১ রানে ম্যাচ জিতে নেয় হিমাচল। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শুভম অরোরা।
From captain @rishid100's all-round show to Pankaj Jaiswal's 4-wicket haul. ?
From Shubham Arora's unbeaten ton to Amit Kumar's fine 74. ? #HPvTN #Final
Watch how Himachal Pradesh beat the spirited Tamil Nadu to win the #VijayHazareTrophy title ? ? https://t.co/P8QSdjc1PZ pic.twitter.com/9UJIkk4gJn
— BCCI Domestic (@BCCIdomestic) December 26, 2021
আরও পড়ুন: IND vs SA 1st Test Day 1 Live: সেঞ্চুরিয়নে লোকেশের সেঞ্চুরি, প্রথম দিনের শেষে ভারত ২৭২/৩