ভারতে উইমেন্স ক্রিকেট প্রতিনিয়ত উন্নত হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নানা সিদ্ধান্তে আর্থিক দিক থেকেও উপকৃত হচ্ছেন উইমেন্স টিমের ক্রিকেটাররা। দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভালো পারফর্ম করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত এশিয়ান গেমসে সোনার পদকও জিতেছে। তার আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপোর পদক। অনূর্ধ্ব ১৯ উদ্বোধনী বিশ্বকাপেও চ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে সিনিয়র টিমের একটা আক্ষেপ কিছুতেই মিটছে না। ওয়ান ডে ফরম্যাট হোক বা টি-টোয়েন্টি। ফাইনাল খেললেও ট্রফি জিততে ব্যর্থ ভারত। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা খুব ভালো ভাবেই উপলব্ধি করতে পারেন, একটা আইসিসি ট্রফি না জেতা অবধি সব চেষ্টাই অসম্পূর্ণ থেকে যাবে। এ বার ফাইনালের ব্যারিকেড ভাঙতে আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌর।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৩ অক্টোবর। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অভিযান শুরু করবে ভারত। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। যদিও সে দেশের অস্থির পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশঙ্কা ছিল। নিরাপত্তার কারণে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরানো হয়েছে আরব আমির শাহিতে। দুবাই ও শারজা, এই দুই ভেনুতে খেলা হবে। একদিক থেকে ভারতীয় দলের কাছে যেন ভালোই হল। বাংলাদেশের মন্থর পিচে শট খেলতে সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। আরব আমির শাহিতে পরিস্থিতি তুলনামূলক ভালো হবে বলে আশা করা যায়। তেমনই ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরও আশাবাদী, এ বার ভালো কিছুই হবে।
সূচি, স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বকাপ নিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলছেন, ‘যখনই আমরা বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলি, লক্ষ্য থাকে সেরা পারফরম্যান্স করার। অতীতে আমরা ভালো পারফর্ম করেছি। আশাকরি এ বার ফাইনালের বাধা টপকাতে পারব।’ ভেনু বদল নিয়ে চিন্তিত নন হরমনপ্রীত। পিটিআইকে ভিডিয়ো সাক্ষাৎকারে বলেন, ‘আরব আমির শাহিতে আমরা খুব বেশি খেলিনি। তবে ওখানকার পরিস্থিতি ভারতের মতোই। দেখা যাক, আমাদের অনুমান অনুযায়ী সব মেলে কিনা। সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। লক্ষ্য থাকবে দ্রুত সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার।’
বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি ওয়ার্ম ম্যাচও রয়েছে ভারতের। কার্যত এশিয়া কাপের স্কোয়াডই ধরে রাখা হয়েছে। ফলে টিমের মধ্য়ে বোঝাপড়া গড়ে তোলার জন্য বাড়তি পরিশ্রমের প্রয়োজন পড়বে না। এখন শুধু মাঠে নেমে পারফর্ম করার পালা।
ভারতের স্কোয়াড-হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সজনা সজীবন।