কলকাতা: আর একদিন ফের একটা ভারত-পাক (India vs Pakistan) মহারণ। ২৩ জুলাই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে চলেছে ভারত-পাকিস্তান মেগা ফাইনাল। এমার্জিং এশিয়া কাপের (Asia Cup) ‘এ’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে ৩টি ম্যাচ জিতেই সেমিফাইনালে ওঠে যশ ধুলের ভারত। এরপর শেষ চারের লড়াইয়ে কেল্লাফতে করে টিম ইন্ডিয়ার রাইজিং স্টাররা। এ বার পাকিস্তানকে হারিয়ে শুধু ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পালা। অন্যদিকে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে পাকিস্তান ভারতের কাছে একটি ম্যাচে হারে। তারপরও এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে সেমিফাইনালে ওঠে। সেখানে লঙ্কান টিমকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন কোন পথে ফাইনালে উঠল ভারত ও পাকিস্তান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারায় পাকিস্তান। এরপর জুনিয়র গ্রিন আর্মি দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ১৮৪ রানের বড় ব্যবধানে জেতে পাকিস্তানের ‘এ’ টিম। এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান ক্রিকেট টিম। সেই ম্যাচে দাপট দেখিয়ে জেতে টিম ইন্ডিয়া। ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। এরপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে এ বারের এশিয়া কাপের ফাইনালের প্রথম টিকিট পায় পাকিস্তান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৮ উইকেটে জেতে যশ ধুলের ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় ভারত-এ। এরপর তৃতীয় ম্যাচে ভারত ৮ উইকেটে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। আর জয়ের হ্যাটট্রিকের পর সেমিফাইনালে বাংলাদেশকে ভারত হারায় ৫১ রানে। আর টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট হয়ে যায়।
২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যশ ধুলের নেতৃত্বে জিতেছিল ভারত। এ বারের এমার্জিং এশিয়া কাপে তাঁর নেতৃত্বেই ভারতের জয়রথ অব্যাহত। সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন নিশান্ত সিন্ধু ও রাজবর্ধন হাঙ্গারকেকর। এই ত্রয়ী এমার্জিং এশিয়া কাপেও ছাপ রাখছে। এ বার দেখার যশ ধুলের ক্যাপ্টেন্সিতে ভারতে এমার্জিং এশিয়া কাপ ট্রফি আসে কিনা।