Virat Kohli: সেঞ্চুরির পর অপেক্ষার অবসান, বিরাটকে দেখে কেঁদে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেটারের মা!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 22, 2023 | 1:03 PM

India vs West Indies: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে জসুয়ার মা কোহলির সঙ্গে দেখা করার সুযোগ পান। বিরাটের সঙ্গে দেখা করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Virat Kohli: সেঞ্চুরির পর অপেক্ষার অবসান, বিরাটকে দেখে কেঁদে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেটারের মা!
সেঞ্চুরির পর অপেক্ষার অবসান, বিরাটকে দেখে কেঁদে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেটারের মা!

Follow Us

ত্রিনিদাদ: বিরাট কোহলির (Virat Kohli) ভক্তরা শুধু ভারতেই নেই, ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। প্রতিপক্ষ দলের ক্রিকেটার থেকে শুরু করে সেই ক্রিকেটারের মা-ও যে কোহলির এত বড় ভক্ত, তা এ বার জানা গেল। বর্তমানে ক্যারিবিয়ান সফরে ব্যস্ত কোহলি। ত্রিনিদাদে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেললেন। এবং তাতে সেঞ্চুরিও করেছেন কোহলি। বিরাটের একাধিক ভক্তদের মতো সেই সেঞ্চুরি দেখতে চেয়েছিলেন ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার জসুয়া দ্য সিলভার মা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে জসুয়ার মা কোহলির সঙ্গে দেখা করার সুযোগ পান। বিরাটের সঙ্গে দেখা করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দেখা যায়, জসুয়ার মা ক্যারোলাইন দ্য সিলভা দেখা করেন বিরাটের সঙ্গে। তার আগে তিনি ছেলেকে বলেছিলেন, ‘ছেলের জন্য নয়, বিরাট কোহলির জন্য খেলা দেখতে এসেছেন।’ এই কথা জসুয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন বিরাটকে জানিয়েছিলেন। একইসঙ্গে জসুয়া জানান, তাঁর মা কোহলির ব্যাটে শতরান দেখতে চান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিরাটের ব্যাটে সেঞ্চুরি আসে। যা দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত হন জসুয়ার মা। তাই দ্বিতীয় দিনের খেলার শেষে বিরাট কোহলির সঙ্গে তাঁর দেখা হওয়ায় সময় জসুয়ার মা তাঁকে জড়িয়ে ধরেন। তাঁরপর ছেলের মতোই বিরাট কোহলির গালে চুমু দিতে দেখা যায় জসুয়ার মাকে। হাসতে হাসতে একটু কথাও বলেন কোহলি ও জসুয়ার মা। এরপর জসুয়া তাঁর মায়ের সঙ্গে বিরাটের ছবি তুলে দেন।

বিরাটের সঙ্গে দেখা করতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন জসুয়ার মা। তাঁর চোখের কোণে জল চিকচিক করছিল। চোখের জল মুছে জসুয়ার মা ক্যারোলাইন দ্য সিলভা জানান, তিনি ও তাঁর ছেলে দু’জনেই বিরাটের বড় ফ্যান। তিনি আরও বলেন, ‘আমরা মনে করি এই সময়ের সেরা ব্যাটার ও। আমাদের দেশে, ত্রিনিদাদে এসে ও টেস্ট ম্যাচ খেলছে, দারুণ লাগছে। সর্বকালের সেরাদের একজন ও। বিরাটের সঙ্গে জসুয়া এই টেস্টে খেলতে পারছে, এটা ওর কাছে আশীর্বাদের মতো।’

কোহলির সঙ্গে দেখা করা নিয়ে জসুয়ার মা বলেন, ‘বিরাটের সঙ্গে দেখা করার মুহূর্তটা অসাধারণ। ও একটা অসাধারণ মানুষ। ও অসাধারণ প্রতিভার অধিকারী। আমাদের মধ্যে অল্প কথাবার্তাই হয়েছে। ওর সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমাদের কী কথা হল সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওই মুহূর্তটাই আসল। এটাই জীবন। একটা আলাদা কানেকশন অনুভব করলাম।’

জসুয়ার মা জানান, কোহলির ধৈর্য, ক্রিকেটের প্রতি জ্ঞান শেখার মতো। প্রিয় ক্রিকেটারকে চোখের সামনে দেখে ফ্যানেরা আবেগপ্রবণ হয়ে পড়েন ঠিকই। কিন্তু কোনও প্রতিপক্ষ দলের ক্রিকেটারের মাকে এ ভাবে আবেগপ্রবণ হতে আগে দেখা যায়নি। জসুয়ার মা বলেন, ‘আমি ভাবিনি ওর সঙ্গে দেখা করতে পারব না। ওর সঙ্গে দেখা করে দারুন লাগল। ও আমাদের দেশে যে সেঞ্চুরিটা করল সেটা অসাধারণ। আর তা আমার জন্যও ভীষণ স্পেশাল।’

Next Article
Virat Kohli, IND vs WI: ‘এখনও বলবে, ১৫০ মিস করলাম’, অভিমানী বিরাট!
Mukesh Kumar: ‘তোমার এত বছরের পুজো-পাঠ সার্থক হল’, টিম ইন্ডিয়ায় অভিষেকের পর মাকে বললেন মুকেশ কুমার