IND vs ENG: সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রেরণা! লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ড ক্যাপ্টেন যা বললেন…
IND vs ENG 3rd Test Lord's: শেষ দিকে রবীন্দ্র জাডেজা দুই লোয়ার অর্ডার ব্যাটারকে নিয়ে অনবদ্য লড়াই করলেও ২২ রানে হার। ভারত হারলেও শেষ দিকে লড়াইটা খুবই নজর কেড়েছে। জোফ্রা আর্চারের দুর্দান্ত স্পেলের নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি ওড়ানোর মুহূর্ত?

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। ম্যাচের মোড় ঘোড়ানো স্পেল করেছেন জোফ্রা আর্চার। যা ভুলছেন না ইংল্যান্ড ক্রিকেট প্রেমীরা। মাত্র ১৯২ রানের পুঁজি নিয়ে টেস্ট জেতা সহজ নয়। ভারতীয় দলের কাছে জেতা ম্যাচ ছিল। চতুর্থ ইনিংসে ব্যাটিং সহজ নয়। তবে ধৈর্য ধরে ক্রিজে থাকতে পারলে যে রান করা যায়, অনেকেই করে দেখিয়েছেন। শেষ দিকে রবীন্দ্র জাডেজা দুই লোয়ার অর্ডার ব্যাটারকে নিয়ে অনবদ্য লড়াই করলেও ২২ রানে হার। ভারত হারলেও শেষ দিকে লড়াইটা খুবই নজর কেড়েছে। জোফ্রা আর্চারের দুর্দান্ত স্পেলের নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি ওড়ানোর মুহূর্ত?
গত কাল অর্থাৎ সোমবার ছিল লর্ডস টেস্টের পঞ্চম দিন। ২০১৯ সালে একই দিনে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে গড়িয়েছিল। সুপার ওভারেও স্কোর সমান হয়। বাউন্ডারি নিয়মে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সেই লর্ডসেই রুদ্ধশ্বাস টেস্ট জিতে ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস জানালেন জোফ্রা আর্চারকে তাতিয়েছিল সৌরভের জার্সি ওড়ানোর সেই ছবি।
লর্ডসে জয়ের পর বেন স্টোকস বলেন, ‘জোফ্রাকে বলেছিলাম-জানো আজকের দিনে কী হয়েছিল।’ আসলে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত মনে করিয়ে তাতাতে চেয়েছিলেন বেন স্টোকস। যদিও জোফ্রা পাল্টা বলেন, ‘তুমি জানো, বারবার একটা হাইলাইট দেখানো হচ্ছিল, ভারত ৩০০-র উপর রান তাড়া করে জিতেছে, আর গাঙ্গুলি (সৌরভ গঙ্গোপাধ্যায়) জার্সি খুলে ওড়াচ্ছে।’ আর্চার প্রথমে ভেবেছিলেন, সেটি ছ-বছর আগের বিশ্বকাপ ফাইনালের হাইলাইটস। সৌরভের জার্সি ওড়ানোর ছবি আর্চারকে বাড়তি তাগিদ জুগিয়েছিল, খোলসা করেন স্টোকস।
Ben Stokes said, “I reminded Jofra Archer of today’s date and he said, ‘was it Ganguly waving off his shirt in a World Cup Final?’. He thought that 2002 ODI match was a WC final and took place 6 years ago, I told him, ‘no, it’s the WC we won’ and he was like ‘oh yes'”. pic.twitter.com/1RHzY5YuCH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2025
