Hardik Pandya: পাঁচদিনেই ফেরার লক্ষ্যে…, বিশ্বকাপের ভয়ঙ্কর অভিজ্ঞতা হার্দিকের মুখে

Mar 17, 2024 | 5:06 PM

Hardik Pandya, Mumbai Indians: ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। হার্দিক বোলিং করছিলেন। নাজমুল হাসান শান্তর স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকানোর চেষ্টা করেন হার্দিক। তাতেই গোড়ালিতে চোট। মাঠ ছাড়তেই আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক ভাবে মনে হয়েছিল, চোট ততটা গুরুতর নয়, হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। হার্দিক সেই ম্যাচ দূর অস্ত, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যান।

Hardik Pandya: পাঁচদিনেই ফেরার লক্ষ্যে..., বিশ্বকাপের ভয়ঙ্কর অভিজ্ঞতা হার্দিকের মুখে
Image Credit source: X

Follow Us

এক যুগ পর দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল ভারতের কাছে। ওয়ান ডে বিশ্বকাপে শেষ ট্রফি জয় ২০১১ সালে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিলের সেই রাত ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে রূপকথার। এমনই কিছুর প্রত্যাশা ছিল। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক সমর্থকের সামনে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। অস্বস্তির মাঝে আক্ষেপ ছিল, ষষ্ঠ বোলারের অভাব। হার্দিক ফিট থাকলে? বিশ্বকাপ নিয়ে বড় তথ্য প্রকাশ্যে আনলেন হার্দিক পান্ডিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। হার্দিক বোলিং করছিলেন। নাজমুল হাসান শান্তর স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকানোর চেষ্টা করেন হার্দিক। তাতেই গোড়ালিতে চোট। মাঠ ছাড়তেই আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক ভাবে মনে হয়েছিল, চোট ততটা গুরুতর নয়, হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। হার্দিক সেই ম্যাচ দূর অস্ত, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যান। কিছুদিন আগে ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে আইপিএলের প্রস্তুতি সারেন। বিশ্বকাপের চোট এবং রিহ্যাব পর্ব নিয়ে অনেক কিছুই জানালেন ভারতীয় দলের অলরাউন্ডার তথা মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন।

স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে হার্দিক বলেন, ‘এক বছরেরও বেশি সময় বিশ্বকাপের প্রস্তুতি সেরেছি। বিশ্বকাপের মাঝে বিশ্রী একটা চোট। আমাকে বলা হয়েছিল, অন্তত ২৫ দিনের জন্য় বিশ্রাম নিতে হবে। পুরো বিশ্বকাপই মিস করতে হবে! টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম, পাঁচ দিনের মধ্যেই ফিরব। গোড়ালিতে তিনটে ইঞ্জেকশন নিয়েছিলাম। রক্ত জমে যাওয়ায়, তা বের করেছিলাম। সর্বস্ব দিয়ে বিশ্বকাপে নামতে চেয়েছিলাম।’

একটা সময় পর হাল ছেড়ে দেন। সীমার বাইরে গিয়ে চেষ্টায় আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে। হার্দিক বলেন, ‘যদি এক শতাংশও সুযোগ থাকতো, আমি টিমের সঙ্গেই থাকতাম।’

Next Article