কলকাতা: সবুরে মেওয়া ফলে… এ কথা অনেকের জীবনের সঙ্গে মেলে। টেস্ট টিমে প্রথম বার ডাক পেয়ে এখনও ঘোর কাটছেই না। কর্নাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) যেন বিশ্বাসই হচ্ছে না। তাঁর মনে হচ্ছে হয়তো স্বপ্ন দেখছেন। আর বাস্তবে ফিরলে তিনি বলছেন, পরিশ্রমের ফল পেয়েছেন, স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। লোকেশ রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তাই বোর্ডের পক্ষ থেকে তাঁর পরিবর্ত হিসেবে রাজকোট টেস্টের জন্য দেবদত্ত পাড়িক্কাল ডাক পেয়েছেন। ২৩ বছর বয়সী দেবদত্ত কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ব্যস্ত ছিলেন। সেখানে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের পর দেবদত্ত জানতে পারেন তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথম বার টেস্ট টিমে ডাক পাওয়ার পর দেবদত্তর মুখে শোনা গিয়েছে তাঁর লড়াইয়ের কথা।
চলতি রঞ্জি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন দেবদত্ত পাড়িক্কাল। কর্নাটকের হয়ে এ বারের রঞ্জিতে এখনও অবধি তিনটি সেঞ্চুরি করেছেন দেবদত্ত। যার মধ্যে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫১ রান করেন দেবদত্ত। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৬ রান করেন তিনি। লাল বলের ক্রিকেটে এই মরসুমে অনবদ্য ছন্দে রয়েছেন দেবদত্ত। এ বার তারই পুরস্কার পেলেন।
জাতীয় দলে প্রথম বার ডাক পাওয়ার পর টাইমস অব ইন্ডিয়াকে দেবদত্ত জানিয়েছেন, কী ভাবে তিনি অসুস্থতার পর অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন এবং তারপর ফের ক্রিকেটে মনোযোগ দিয়েছিলেন। তাঁর কথায়, ‘জাতীয় দলে ডাক পেয়েছি, তাও আবার টেস্ট টিমে। এটা বরাবরই একটা স্বপ্ন ছিল। আর এটা পূরণ হল কয়েকটা কঠিন বছরের পর। আমার ভীষণ গর্ব হচ্ছে। কারণ আমার কঠোর পরিশ্রম করা সফল হয়েছে। আমার পাশে থাকার জন্য আমার পরিবার ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই।’
দেবদত্ত বলেন, ‘অসুস্থতা থেকে আবার সেরে ওঠা খুবই কঠিন। আসল সমস্যা হয়ে দাঁড়ায় শারীরিকভাবে ফিট হয়ে ওঠা। আমার ১০ কেজি ওজন কমে গিয়েছিল। এরপর আমাকে পেশি ও শক্তি ফিরে পেতে তেমন খাবার প্রচুর খেতে হয়েছিল।’ অসুস্থতা থেকে সেরে উঠলে ছন্দ ফিরে পাওয়া অতটা সহজ হয় না। কিন্তু দেবদত্তর ক্ষেত্রে তেমনটা হয়নি। তাঁর কঠিন পরিশ্রম ও ছন্দে ফেরার জেদের কারণে। উল্লেখ্য, দেশের জার্সি গায়ে তোলার সৌভাগ্য এর আগেও হয়েছে দেবদত্তর। তা অবশ্য টেস্টে নয়। ভারতের হয়ে তিনি ২টি টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। তাতে মাত্র ৩৮ রান করেছিলেন। আর সুযোগ পাননি। এ বার দেখার রাহুলের অনুপস্থিতিতে তাঁরই রাজ্য কর্নাটকের দেবদত্তর টেস্ট ডেবিউ হয় কিনা।