Rishabh Pant: ‘দেখা হলে কষে চড় মারব পন্থকে’, এ কী বললেন কপিল দেব!
Kapil Dev: মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ঋষভ পন্থের আরোগ্য কামনা করে সকলেই প্রার্থনা করছেন। তিনি সুস্থও হচ্ছেন। এমন সময় হঠাৎ করেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব জানিয়েছেন, পন্থ সুস্থ হয়ে উঠলেই তিনি চড় মারবেন তাঁকে।
নয়াদিল্লি: নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বারের বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)। যা টিম ইন্ডিয়ার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথেই প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ওই দুর্ঘটনায় একাধিক চোট-আঘাত পান পন্থ। বিভিন্ন অস্ত্রোপচারও হয়েছে তাঁর। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পন্থের আরোগ্য কামনা করে সকলেই প্রার্থনা করছেন। তিনি সুস্থও হচ্ছেন। এমন সময় হঠাৎ করেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) জানিয়েছেন, পন্থ সুস্থ হয়ে উঠলেই তিনি তাঁকে চড় মারবেন। এমন কেন বললেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের পর কপিল দেব এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পন্থের বড় রকম কিছু হয়নি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তবে ঋষভের মতো ক্রিকেটারের অবশ্যই একজন ড্রাইভার রাখা উচিত ছিল। এ বার পন্থের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন কপিল। তাঁর পরই পন্থের জন্য অপেক্ষা করছে কিংবদন্তির চড়। কি এটা শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ অবাক হওয়ারই কথা। ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল জানিয়েছেন যে, তিনি ঋষভ পন্থকে খুবই পছন্দ করেন। তাঁকে খুব ভালোবাসেনও। কিন্তু কপিল এও জানিয়েছেন যে, পন্থকে নিয়ে তাঁর মনে প্রচণ্ড ক্ষোভ এবং বিরক্তি রয়েছে। কিন্তু কারণ কী?
কপিল দেবের পন্থকে নিয়ে বিরক্তির কারণ হল, নিজের প্রতি তাঁর অবহেলা। তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক মনে করেন, পন্থের চোটের কারণে টিম ইন্ডিয়ার অনেক ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজের আগে ভারতের থিঙ্ক ট্যাঙ্ককে পুরো কম্বিনেশনটাই বদলে দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কপিল বলেন, “আমি পন্থকে খুব ভালোবাসি। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। আর সেটা হলে আমি গিয়ে ওকে একটা চড় মারব এবং ওকে বলব নিজের যত্ন নিতে। ওর চোটের কারণে দলে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে। ওকে নিয়ে আমি চিন্তিত। ওকে যেমন ভালোবাসি আমি, তেমন ওর ওপর রেগেও রয়েছি। কেন যে তরুণরা এমন ভুল করে? এর জন্য একটা চড় খাওয়া উচিত। সন্তানরা ভুল করলে তাদের বাবা-মায়ের দায়িত্ব ওদের চড় মারা।”
উল্লেখ্য, পন্থ সদ্য ইন্সটাগ্রাম স্টোরিতে তাজা বাতাসে হাওয়া খাওয়ার কথা শেয়ার করেছেন। ধীরে ধীরে তিনি যে সুস্থ হয়ে উঠছেন, তা তাঁর পোস্টেই পরিষ্কার।