Shreyas Iyer: ‘হারলে কি তবে…’ কেকেআর সমর্থকদের তুলোধনা ইয়ান বিশপের!

May 06, 2024 | 6:30 PM

IPL 2024, LSG vs KKR: এটা শুধু এই ম্যাচের ক্ষেত্রেই নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দল জিতলে মেন্টর গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দিয়ে থাকেন কেকেআর সমর্থকরা। হারলে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ওঠে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কেকেআর সমর্থকদের একাংশকে তুলোধনা করে লিখেছেন, 'শ্রেয়সের জন্য কোনও ভালোবাসা আছে?'

Shreyas Iyer: হারলে কি তবে... কেকেআর সমর্থকদের তুলোধনা ইয়ান বিশপের!
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনবদ্য় ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সুপার সান ডে-তে লখনউয়ের মাঠে ম্যাচ ছিল কেকেআরের। নানা রেকর্ডও হয়েছে। লখনউয়ের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করেন নাইটরা। ফিল সল্ট এবং সুনীল নারিনের বিধ্বংসী ওপেনিং জুটি এই ম্যাচেও দুর্দান্ত শুরু করে। তাঁরা ফিরতেই অবশ্য কেকেআরের রানে কিছুটা লাগাম পড়ে। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৫ রান করে কলকাতা নাইট রাইডার্স।

লখনউয়ের মাঠে রান করা খুবই কঠিন। আইপিএলের সব কটি ভেনুর মধ্যে ব্যাটারদের জন্য চাপের ভেনুও বলা যায়। সেই মাঠে আড়াইশো প্লাস স্কোরের দিকে ঝুঁকছিল কেকেআর। তবে ২৩৫-৬ স্কোরও এই মাঠে রেকর্ড। বোলাররা ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। এই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স বোলারদের। ৯৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কেকেআর। রানের নিরিখে এটিই লখনউয়ের সবচেয়ে বড় হার। কেকেআরের জয়ের পরই সমর্থকরা প্রশংসায় মেতেছেন মেন্টর গৌতম গম্ভীরের।

এটা শুধু এই ম্যাচের ক্ষেত্রেই নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দল জিতলে মেন্টর গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দিয়ে থাকেন কেকেআর সমর্থকরা। হারলে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ওঠে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কেকেআর সমর্থকদের একাংশকে তুলোধনা করে লিখেছেন, ‘শ্রেয়সের জন্য কোনও ভালোবাসা আছে?’

শুধু তাই নয়, এক সমর্থকের পোস্টে গিয়ে ইয়ান বিশপ লেখেন, ‘কেকেআর জিতলে গৌতম গম্ভীরের প্রশংসা করেন। হারলে সব দায় শ্রেয়সের? হারলে গৌতম গম্ভীরের কোনও ভুল নেই?’

Next Article