AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket: টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘অবনমন’ সিস্টেম! নানা আলোচনা আইসিসির বৈঠকে

International Cricket News: টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ হতেই পারে। অর্থাৎ তথাকথিত ছোট দলগুলিকে নিয়ে আলাদা গ্রুপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ! সেখানে চ্যাম্পিয়ন দলকে শীর্ষসারির দলগুলির সঙ্গে খেলার সুযোগ? এমনটা কিন্তু হতেই পারে।

Cricket: টেস্ট চ্যাম্পিয়নশিপে 'অবনমন' সিস্টেম! নানা আলোচনা আইসিসির বৈঠকে
Image Credit: PTI FILE
| Updated on: Jul 16, 2025 | 10:09 PM
Share

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চার দিনের বৈঠক। আলোচনায় নানা নিষয়। কাল থেকে শুরু হচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সভা। টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল বাড়ানোর পরিকল্পনা আইসিসির। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সরাসরি দল বাড়ালে সমস্যাও হতে পারে। ২ বছরের উইন্ডোতে এতগুলো টিমের খেলা হওয়া কঠিন। তবে টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ হতেই পারে। অর্থাৎ তথাকথিত ছোট দলগুলিকে নিয়ে আলাদা গ্রুপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ! সেখানে চ্যাম্পিয়ন দলকে শীর্ষসারির দলগুলির সঙ্গে খেলার সুযোগ? এমনটা কিন্তু হতেই পারে।

সর্বভারতীয় সংমাধ্যমের খবর, আইসিসির এমন চিন্তাভাবনা দীর্ঘদিনেরই। যদিও এই নিয়ে ভিন্নমতও রয়েছে। আইসিসির এই সভায় বিস্তারিত ভাবে আলোচনা হতে পারে টু-টায়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। যাতে আইসিসির সহযোগী দেশগুলিও নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায়, শীর্ষসারির দলগুলির সঙ্গে খেলার জন্য চ্যালেঞ্জ পেরিয়ে আসে। টু-টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। একদিকে যেমন অবনমন থাকবে তেমনই প্রোমোশনও। যদিও বর্তমান সংস্করণে যে এর কোনও প্রভাব পড়বে না, তা নিশ্চিত।

শুধুমাত্র টেস্টেই নয়, সাদা বলের ক্রিকেট নিয়েও ভাবনায় রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। জয় শাহর নেতৃত্বে এই সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হতে পারে। এখনও অবধি যা পরিস্থিতি, ৫০ ওভারের বিশ্বকাপ না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম বাড়ানো হতে পারে। এখনও অবধি যা সম্ভাবনা, ২৪ দলের বিশ্বকাপ করার ভাবনা রয়েছে আইসিসির। সবটাই আপাতত সমস্ত কিছু শুধুমাত্র সম্ভাবনাই। আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অবশ্য ২০টি দেশই অংশ নেবে, পরবর্তীতে আরও চারটি দল বাড়ানো হতে পারে।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্য়তা অর্জন করেছে ইতালি। যে কারণে, আইসিসি আরও বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে। যাতে আরও বেশি দেশ বিশ্ব মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়।