AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs BAN: ভারতের বিরুদ্ধে সবচেয়ে সফল ক্রিকেটারই নেই! কী হবে বাংলাদেশের?

ICC Champions Trophy 2025: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। এই টুর্নামেন্টে এ বার বাংলাদেশের হয়ে নামবেন না সবচেয়ে সফল ক্রিকেটার। এই পরিস্থিতিতে কী হবে বাংলাদেশের?

IND vs BAN: ভারতের বিরুদ্ধে সবচেয়ে সফল ক্রিকেটারই নেই! কী হবে বাংলাদেশের?
ভারত বনাম বাংলাদেশ হেড টু হেডে এগিয়ে টিম ইন্ডিয়া।Image Credit: ICC
| Updated on: Feb 19, 2025 | 6:21 PM
Share

দুবাই: একদিকে রোহিত শর্মার ভারত, অপরদিকে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) হাইভোল্টেজ ম্যাচের মধ্যে রাখা যায় এই দুই দলের মুখোমুখি হওয়াকে। রোহিতরা দেশের মাটিতে ইংল্যান্ডকে ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দুবাইতে এসেছে। আর মিনি বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে যাত্রা শুরু করতে চান শান্তরা। অন্যদিকে বিরাটদের চ্যালেঞ্জ বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে এগিয়ে যাওয়া। লক্ষ্মীবারে এই লড়াই ২২ গজে প্রতিফলিত হওয়ার আগে জেনে নিন ওডিআইতে এই দুই দলের অতীতের পারফরম্যান্স কেমন।

ভারত-বাংলাদেশ হেড টু হেড = ওডিআইতে ভারত ও বাংলাদেশ যতবারই মুখোমুখি হয়েছে, তাতে টিম ইন্ডিয়ার দাপটই দেখা গিয়েছে। এখনও অবধি দুটো টিম ৪১টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জিতেছে ৩২টি ম্যাচ। আর বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচ। আর একটি ম্যাচ অমীমাংসিত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ ভালো। ২০১৮ সালে এশিয়া কাপের সময় ২ বার ওই ভেনুতে ভারত ও বাংলাদেশের ম্যাচ হয়েছিল। তার ২টিতেই জিতেছিল টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে মোট ৩টি ম্যাচ খেলেছে এর আগে। তার তিনটিতেই জিতেছে মেন ইন ব্লু। অবশ্য যদি সাম্প্রতিক অতীত দেখা হয়, তা হলে নজরে পড়বে ভারতের বিরুদ্ধে শেষ ৫ ওডিআইয়ের মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশের মধ্যে ওডিআইতে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তিনি টাইগারদের বিরুদ্ধে ১৬টি একদিনের ম্যাচে ৯১০ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। অন্যদিকে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের নামে। তিনি ২২টি ওডিআইতে ৭৫১ রান করেছেন। যেখানে ৯টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে।

বোলিংয়ের দিক থেকে দেখতে হলে দুই দলের ওডিআই ফর্ম্যাটের সাক্ষাতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তিনি ভারতের বিরুদ্ধে ২২টি ওডিআই ম্যাচে ২৯টি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে এই রেকর্ড রয়েছে দেশের প্রাক্তন পেসার, বর্তমান নির্বাচক প্রধান অজিত আগরকরের। তিনি বাংলাদেশর বিরুদ্ধে ৮টি ওডিআইতে নিয়েছেন ১৬টি উইকেট।