কলকাতা : আইসিসির (ICC) শাস্তির মুখে পড়ল ওয়েস্ট ইন্ডিজ টিম। বাদ গেল না হার দিয়ে সিরিজ শুরু করা ভারতীয় দলও। ত্রিনিদাদের তারোবায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে স্লো ওভার-রেটের জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) দলকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন, ন্যূনতম ওভার-রেট থেকে এক ওভার কম হওয়ার জন্য ভারতকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। যেখানে ওয়েস্ট ইন্ডিজের নূন্যতম ওভার-রেট থেকে দু ওভার কম হওয়ায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। বিস্তারিত ম্যাচ রিপোর্ট TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন নির্ধারিত সময়ের মধ্যে এক ও দুই ওভার কমের জন্য হার্দিক পান্ডিয়া ও রোভম্যান পাওয়েলের টিমকে শাস্তি দিয়েছে। প্লেয়ার এবং টিম অ্যাসোসিয়েটদের জন্য আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ (ন্যূনতম ওভার সম্পর্কিত) অনুসারে, ক্রিকেটাররা নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা করা হয়। এ ক্ষেত্রে, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা যেতে পারে। আইসিসি জানিয়েছে, পান্ডিয়া এবং পাওয়েল তাঁদের শাস্তি স্বীকার করে নিয়েছেন। তাই ফরমাল হিয়ারিংয়ের প্রয়োজন পড়েনি।
মাঠের আম্পায়ার গ্রেগরি ব্রেথওয়েট এবং প্যাট্রিক গুস্টার্ড, থার্ড আম্পায়ার নাইজেল ডুগুইড এবং চতুর্থ আম্পায়ার লেসলি রেইফার এই অভিযোগ তোলেন। প্রথম টি-২০ ম্যাচে ভারত হেরেছে চার রানে। রবিবার গায়ানার প্রভিডেন্সে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ।