IND vs IRE: মেন ইন ব্লুর বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা আয়ার্ল্যান্ডের, ফিরলেন ডেলানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 05, 2023 | 12:02 AM

আইরিশদের পক্ষ থেকে মেন ইন ব্লুর বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হল।

IND vs IRE: মেন ইন ব্লুর বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা আয়ার্ল্যান্ডের, ফিরলেন ডেলানি
IND vs IRE: মেন ইন ব্লুর বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা আয়ার্ল্যান্ডের, ফিরলেন ডেলানি

Follow Us

নয়াদিল্লি: জুলাইয়ের শেষে বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতের (India) আয়ার্ল্যান্ড (Ireland) সফরের জন্য দল ঘোষণা করা হয়েছিল। এ বার আইরিশদের পক্ষ থেকেও মেন ইন ব্লুর বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হল। পল স্টার্লিংয়ের নেতৃত্বে ভারতের তরুণ তুর্কিদের বিরুদ্ধে খেলবেন আইরিশরা। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ার্ল্যান্ড। জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে আয়ার্ল্যান্ডের জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। পাশাপাশি আইরিশ টিমে কব্জির চোট সারিয়ে কামব্যাক হয়েছে গ্যারেথ ডেলানির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চব্বিশের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর আয়ার্ল্যান্ড এই প্রথম আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলবে। টি-২০ বিশ্বকাপের আগে মোট ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাবে আইরিশরা। সেই যাত্রাটা শুরু হচ্ছে মেন ইন ব্লু-র বিরুদ্ধে। আয়ার্ল্যান্ড সফরের জন্য ভারত থেকে তরুণ ক্রিকেটারদের পাঠায় বিসিসিআই। এ বারও তেমনটাই হচ্ছে। এই আয়ার্ল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে কামব্যাক হচ্ছে জসপ্রীত বুমরার। আইপিএলে নজর কাড়া রিঙ্কু সিং, তিলক ভার্মা, যশস্বী জয়সওয়ালরা এই সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন।

ভারতের বিরুদ্ধে আয়ার্ল্যান্ডের স্কোয়াড – পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড – জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

Next Article