Shubman Gill: এশিয়া কাপের মাঝে ওডিআই র‌্যাঙ্কিংয়ে উন্নতি শুভমন গিলের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 06, 2023 | 7:44 PM

ICC ODI Rankings: বিশ্বকাপের আগে আইসিসি ব্যাটারদের ওডিআই ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল (Shubman Gill)।

Shubman Gill: এশিয়া কাপের মাঝে ওডিআই র‌্যাঙ্কিংয়ে উন্নতি শুভমন গিলের
Shubman Gill: এশিয়া কাপের মাঝে ওডিআই ব়্যাঙ্কিংয়ে উন্নতি শুভমন গিলের
Image Credit source: ICC

Follow Us

দুবাই: বিশ্বকাপের (Cricket World Cup) আগে ভারতীয় শিবিরে খানিক স্বস্তি। ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) উন্নতি শুভমন গিলের। তাঁর সঙ্গে আর এক ভারতীয় তরুণ ক্রিকেটার ঈশান কিষাণেরও আইসিসি ওডিআই ক্রমতালিকায় উন্নতি হয়েছে। এশিয়া কাপে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন পঞ্জাব তনয় গিল। আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় চার থেকে তিনে উঠেছেন শুভমন গিল (Shubman Gill)। ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারত অধিনায়ক রোহিত শর্মা কত নম্বরে রয়েছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বরে উঠেছেন গিল। ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রিন আর্মির ক্যাপ্টেন বাবর আজম। এই তালিকায় ৭৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে রসি ভ্যান দার ডুসেন। চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শুভমনের ব্যাট চলেনি। কিন্তু বাবর আজমের দলের বিরুদ্ধে ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। সেই ইনিংসের সুবাদে আইিসিসি ওডিআই ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় ১২ ধাপ উঠেছেন তিনি। ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ২৪ নম্বরে। অন্যদিকে, ভারতের শেষ ম্যাচে, নেপালের বিরুদ্ধে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পুরষ্কার পেয়েছেন শুভমন গিল।

আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় দশম ও একাদশতম স্থানে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কোহলির অর্জিত রেটিং পয়েন্ট ৬৯৫ আর রোহিতের ৬৯০। শুভমন-ঈশানের উন্নতির পাশাপাশি সম্প্রতি আইসিসি যে ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে আট ধাপ উঠে ২৯ নম্বরে এসেছেন লঙ্কান তারকা চরিথ আসালঙ্কা।

এশিয়া কাপের মাঝে একাধিক পাক বোলারের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। আইসিসি ওডিআই বোলারদের ক্রমতালিকায় চার ধাপ উঠে পঞ্চম স্থানে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের হয়ে তিনি চলতি এশিয়া কাপে ২টি ম্যাটে ৬টি উইকেট নিয়েছেন। পাশাপাশি তাঁর সতীর্থ হ্যারিস রউফ ১৪ ধাপ উঠে ২৯ নম্বরে পৌঁছেছেন। অন্যদিকে পাক তরুণ তুর্কি নাসিম শাহ ১৩ ধাপ উঠে ৬৮ নম্বরে পৌঁছে গিয়েছেন।

Next Article