ICC Rankings: আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল! তালিকায় কোথায় রয়েছেন ভারতীয় প্লেয়াররা?

Apr 02, 2025 | 5:36 PM

ICC Men’s Champions Trophy 2025: শীর্ষ স্থানে উঠে এসেছেন কিউয়ি বোলার জ্যাকব ডাফি। তালিকায় দুই নম্বর স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার অকিল হুসেন। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওডিআই দলে জায়গা করে নেন বরুণ। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পান। বাকিটা তো ইতিহাস।

ICC Rankings: আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল! তালিকায় কোথায় রয়েছেন ভারতীয় প্লেয়াররা?
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: সদ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। ভারতের রহস্যময় বোলার ঘুম উড়িয়েছেন টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব দলের ব্যাটারদের। সেই বরুণ চক্রবর্তী এখন ভারতীয় দলের স্পিন বিভাগের মেরুদণ্ড। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুই থেকে তিন নম্বরে নেমে এলেন এই মিস্ট্রি স্পিনার। তবে কে রইলেন তালিকায় এক ও দুই নম্বরে? শীর্ষ স্থানে উঠে এসেছেন কিউয়ি বোলার জ্যাকব ডাফি। তালিকায় দুই নম্বর স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার অকিল হুসেন। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওডিআই দলে জায়গা করে নেন বরুণ। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পান। বাকিটা তো ইতিহাস।

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং তালিকায় ভারতীয় ব্যাটারদের দাপট। তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতীয় সমর্থকদের ত্রাস অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা। তৃতীয় স্থানে আছে ইংল্যাণ্ডের ফিল সল্ট। এই তালিকার পরবর্তী নামগুলি যথাক্রমে তিলক ভার্মা ও ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও ভারতীয় প্লেয়ারদের পারফরম্যান্স চোখে পড়ার মতো। টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা ও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের বহু যুদ্ধের নায়ক, অভিজ্ঞ ব্যাটার জো রুট। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বহু উত্থান-পতন হয়েছে এই আইসিসির প্রকাশ করা তালিকায়।