Yashasvi Jaiswal: ব্যক্তিগত কারণে দেখিয়ে হঠাৎ মুম্বই ছেড়ে গোয়ায় যশস্বী!

Apr 02, 2025 | 5:25 PM

IPL 2025, Rajasthan Royals: সেই তিনি কেন মুম্বইয়ের হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। কী এমন ঘটল যে, মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি?

Yashasvi Jaiswal: ব্যক্তিগত কারণে দেখিয়ে হঠাৎ মুম্বই ছেড়ে গোয়ায় যশস্বী!
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: মুম্বইয়ের শিবাজি পার্ক থেকেই উত্থান হয়েছিল তাঁর। এক ক্লাব তাঁবুতে কাটত রাত। যে মুম্বই ক্রিকেট সার্কিটে তাঁকে জন্ম এবং পরিচিতি দুইই দিয়েছে, সেই মুম্বই-ই ছাড়তে চলেছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয় টেস্ট টিমের সফলতম ওপেনার তিনি। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। যশস্বীকেই পরবর্তী তারকা বেছে ফেলেছে ভারতের ক্রিকেট প্রেমীরা। সেই তিনি কেন মুম্বইয়ের হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলতে চাইছেন না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। কী এমন ঘটল যে, মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি?

ঘটনা হল, দিন কয়েক আগে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এমসিএ-কে চিঠি পাঠিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন করেন। এমসিএ-র কর্তাদেরও বেশ অবাক করে দিয়েছিল এই সিদ্ধান্ত। তবে যশস্বীর এই আবেদন শেষ পর্যন্ত মঞ্জুর করা হয়েছে। তার পরও কিন্তু বিষয়টি নিয়ে চর্চার শেষ নেই। ভারতের হয়ে ১৯টি টেস্টে ৫২.৮৮ গড়ে ১৭৯৮ রান করেছেন এবং চারটি শতরান এবং ১০টি হাফসেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছিল যশস্বীর ব্যাট থেকেই। যেখানে ৫ ম্যাচে ৪৩.৪৪-এর গড়ে ৩৯১ রান করেছিলেন। পাশাপাশি, মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৬ ম্যাচে ৩৭১২ রান করেছেন, গড় ৬০। ঘরোয়া ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয়।

এমসিএ-র এক কর্তা বলেছেন,’যশস্বী আমাদের কাছে এনওসি চেয়েছে। মুম্বইয়ের বদলে গোয়ার হয়ে ও ঘরোয়া ক্রিকেট খেলতে চায় বলে উল্লেখ করেছে। তবে বিষয়টাকে ও ব্যক্তিগত বলে জানিয়েছে চিঠিতে।’ কোন ব্যক্তিগত কারণে এমন পদক্ষেপ নিলেন যশস্বী? মুম্বই ছেড়ে অন্য দলে চলে যাওয়া ক্রিকেটারের সংখ্যা কিন্তু কম নয়। অতীতে অনেক খেলোয়াড়ই এমন সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বই দলে নিয়মিত জায়গা না পাওয়া খেলোয়াড়দের জন্য এটি সাধারণ। কিন্তু যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে এমন কোনও কারণ ছিল না। গত কয়েক বছরে তিনি দলের অন্যতম সেরা ব্যাটার। তবে কেন এমন সিদ্ধান্ত, তা জল্পনা তৈরি করেছে ক্রিকেটমহলে।

ভারতের অন্যান্য তারকা ক্রিকেটারদের মতো যশস্বীও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। রাজস্থান রয়্যালস প্রথম দু-ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়েছে। চেন্নাই সুপার কিংসকে গত ম্যাচে হারিয়েছে তারা। যদিও যশস্বী জয়সওয়ালের ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে রাজস্থান রয়্যালসকে।