রক্তিম ঘোষ
কলকাতা: সূর্য ডুবলেই ময়দান চত্বরে কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি। গঙ্গাপাড়ের ইডেনেও হাওয়া ঢোকে সোঁ সোঁ করে। বিকেলের মিঠে রোদের সঙ্গে গঙ্গার হাওয়া-ডেডলি কম্বিনেশন। সেই রোম্যান্টিসিজম উপভোগ করাটা বিলাসিত এখন অস্ট্রেলিয়ার কাছে। কারণ, পূর্বাভাস বলছে ১৬ থেকে ১৮ তারিখ গভীর নিম্নচাপে বৃষ্টিপাতের সম্ভাবনা। দ্বিতীয় সেমিফাইনাল যদি ভন্ডুল হয়ে যায়! বিপদ অস্ট্রেলিয়ারই। পয়েন্টের বিচারে ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। পূর্বাভাস-রোম্যান্টিসিজম নিয়ে মাথা ব্যাথা নেই অস্ট্রেলিয়ার। বরং অস্ট্রেলিয়ার বডি ল্যাঙ্গোয়েজ-‘জো হোগা, দেখা জায়েগা’!
রোদের তীব্রতা কমতেই প্রায় পুরো অস্ট্রেলিয়া দলই হাজির ইডেনের বাইশ গজে। পিচের চরিত্র বুঝতে, যেভাবে সবাই মিলে ঘিরে দাঁড়ালেন, মনে হচ্ছে যেন ক্রাইম সিরিজের ক্লাইম্যাক্স। পিচের অবস্থা দূর থেকেই স্পষ্ট। ঝাঁট দিতেই পিচ থেকে উড়ছে ধুলো। একটা ইঙ্গিত স্পষ্ট, যার স্পিন যত শক্তিশালী, সেই ইডেনে পাবে অ্যাডভান্টেজ। আর ইডেনে সেই স্পিন সামলাতে অস্ট্রেলিয়ার তাবড় ব্যাটাররা যাঁর তত্ত্বাবধানে অনুশীলন করলেন, সেই বোলার কোনওদিনই উইকেট পাননি ক্রিকেটের নন্দনকাননে। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বর্ণময় কেরিয়ার। বিশ্বের সর্বকালের সেরা বোলারদের তালিকায়ও রাখা যায়। তাঁর ঝুলিতে রয়েছে ৩৬২টি টেস্ট উইকেট। একদিনের ক্রিকেটে উইকেট সংখ্যাও ঈর্ষা করার মতো। ৩০৫টি। ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে সেই বোলার নিয়েছেন ২০টি উইকেট। কিন্তু দুর্ভাগ্যজনক, তিনি কোনওদিনই কোনও ফর্ম্যাটেই ইডেনের ২২গজ থেকে পাননি কোনও আন্তর্জাতিক উইকেট। তিনি ড্যানিয়েল ভেত্তোরি। আজ তিনি অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ। তিনিই মূলত স্পিন মোকাবিলার অনুশীলন করালেন স্মিথ-লাবুশেন-ম্যাক্সওয়েলদের।
ইডেনের নেটে সেই চেনা পরিচিত মেজাজে বল হাতে দেখা মিলল ৪৪ বছরের ভেত্তোরিকে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বোলিং করেছেন ২০১৫ সালে। ৮ বছর পর সেই পরিচিত অ্যাকশনে আবার ভেত্তোরিকে বল করতে দেখা গেল ইডেনে। এখনও নেটে অজি বর্তমান ব্যাটারদের মাঝেমধ্যে ফেললেন বিপদে। শুধু তাই নয়, অজি ক্রিকেটের বর্তমানে এক নম্বর স্পিনার অ্যাডাম জাম্পাকেও বোলিং করলেন ভেত্তোরি। জাম্পা তখন ব্যাটারের ভূমিকায়। ভেত্তোরির মতো একজন কিংবদন্তি বোলারের ঝুলিতে একটাও উইকেট নেই ইডেন গার্ডেন্সে। এই পরিসংখ্যান সত্য়ি চমকে দেওয়ার মতো!
তবে ইডেনে প্রোটিয়া স্পিনারদের বিরুদ্ধে যদি ১৬ তারিখ ব্যাট হাতে দুরন্ত সাফল্য পান ওয়ার্নার, স্মিথ, লাবুশেন, মার্শরা, তাহলে সিংহভাগ কৃতিত্ব দাবি করতেই পারেন কিউয়ি স্পিন কিংবদন্তি ভেত্তোরি। পরিসংখ্যান বলছে, যাঁর একটাও আন্তর্জাতিক উইকেট নেই এই ইডেনে!