ICC World Cup 2023: ‘পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয়’, যে কারণে খুশি নন গম্ভীর…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 17, 2023 | 6:40 PM

ICC World Cup 2023, Gautam Gambhir: ভারতের বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গৌতম গম্ভীর। তিনি নিজেও বহু ভারত-পাকিস্তান ম্যাচে খেলেছেন। সবসময়ই বলা হত, ভারত-পাকিস্তান সিরিজ হলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু এখন সেটা বলা যায় না। গম্ভীরের কথায়, 'এখন আর ভারত-পাকিস্তান দ্বৈরথকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। দু-দলের মধ্যে এত পার্থক্য।' এ বারের বিশ্বকাপে একটা আকর্ষণীয় ম্যাচের অপেক্ষা ছিল। যদিও তা হয়নি।

ICC World Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে একপেশে জয়, যে কারণে খুশি নন গম্ভীর...
Image Credit source: X

Follow Us

নয়াদিল্লি: পুরোপুরি উড়িয়ে দেওয়া যাকে বলে। পাকিস্তানকে সে ভাবেই হারিয়েছে ভারত। কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপেও পাকিস্তানকে দুরমুশ করেছিল ভারত। তাও আবার ২২৮ রানের বিশাল ব্যবধানে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই দাপট থাকে ভারতের। টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র একবারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে পারেনি। ক’দিন আগেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের স্কোরলাইন ৮-০ হয়েছে। এমন একপেশে ম্যাচ, উপমহাদেশের ক্রিকেটের জন্য ঠিক নয় বলেই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তার কারণও ব্যাখ্যা করলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-পাকিস্তান ম্যাচে জড়িয়ে থাকে অনেক আবেগ। আর সেই ম্যাচ যদি আকর্ষণীয় না হয় সেটা উপমহাদেশের ক্রিকেটের জন্য ঠিক নয় বলেই মনে করেন গম্ভীর। ভারতের জয়ে খুশি হলেও পাকিস্তানের এমন আত্মসমর্পণে বিরক্ত গম্ভীর। সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘দাপুটে জয়। খুব বেশি এই শব্দটা ব্যবহার করার সুযোগ হয় না। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে। একটা সময় পাকিস্তানও আমাদের ওপর দাপট দেখাত। যদিও গত কয়েক বছর ভারত একতরফা জিতছে। সব বিভাগেই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে। উপমহাদেশের ক্রিকেটের জন্য যা ভালো বিজ্ঞাপন নয়।’

ভারতের বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গৌতম গম্ভীর। তিনি নিজেও বহু ভারত-পাকিস্তান ম্যাচে খেলেছেন। সবসময়ই বলা হত, ভারত-পাকিস্তান সিরিজ হলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু এখন সেটা বলা যায় না। গম্ভীরের কথায়, ‘এখন আর ভারত-পাকিস্তান দ্বৈরথকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। দু-দলের মধ্যে এত পার্থক্য।’ এ বারের বিশ্বকাপে একটা আকর্ষণীয় ম্যাচের অপেক্ষা ছিল। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৫৫-২ স্কোরে থাকায়, মনে হয়েছিল চ্যালেঞ্জিং টার্গেট দেবে ভারতকে। এরপরই ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ। ১৫৫-২ থেকে ১৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ইনিংস।

Next Article