কলকাতা: ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের ৩১টি ম্যাচ শেষ হয়েছে। মঙ্গলবার ইডেনে বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে শেষ চারের স্বপ্ন জিইয়ে রেখেছে পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালের অঙ্ক ক্রমশ জটিল হয়ে গিয়েছে। ইডেনে সাকিবের বাংলাদেশকে হারানোর ফলে পয়েন্ট টেবলের ৫ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। আজ চলতি বিশ্বকাপের অন্যতম সফল দল দক্ষিণ আফ্রিকার খেলা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবলে ১০ দল রয়েছে কোথায়। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের অবস্থা —
বিশ্বকাপের সিংহাসন এখন ভারতের দখলে। এখনও অবধি চলতি বিশ্বকাপে একটি ম্যাচও হারেননি রোহিত শর্মারা। ৬টি ম্যাচ খেলে ভারতের জয় ৬টিতেই। পয়েন্ট ১২। নেট রানরেট +১.৪০৫। চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৬ ম্য়াচ খেলে ৫টিতে জিতেছে, হেরেছে ১টিতে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০। নেট রানরেট +২.০৩২। আজ পুনেতে নামবেন বাভুমা-ডি’ককরা। প্রোটিয়াদের বিরুদ্ধে ২ পয়েন্ট তুলে নিতে চায় বিশ্বকাপের পয়েন্ট টেবলের তিন নম্বরে থাকা নিউজিল্যান্ড। কিউয়িরা ৬ ম্যাচের ৪টিতে জিতেছে। হেরেছে ২টি। কিউয়িদের পয়েন্ট ৮। নেট রানরেট +১.২৩২।
চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের চারে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এখনও অবধি ৬টি ম্যাচে খেলে অজিরা জিতেছে ৪টি। এবং হেরেছে ২টি ম্যাচ। পয়েন্ট ৮। নেট রানরেট +০.৯৭০। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আপাতত সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার সামনেও এখনও এই রাস্তা খোলা রয়েছে।
মঙ্গলবারের ম্যাচের আগে পয়েন্ট টেবলের সাতে ছিল পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে পাঁচে উঠে এসেছেন বাবর আজমরা। ৭ ম্যাচে ৩টি জয় ও ৪টি হারের পর পাকিস্তানের পয়েন্ট ৬। হার ৪টি। পাকিস্তান পয়েন্ট টেবলের পাঁচে ওঠায় ছয়ে নেমে গিয়েছে আফগানিস্তান। আফগানদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.৭১৮। জয় ৩টি, হারও ৩টি। গ্রুপ পর্বে আফগানদের এখনও ম্যাচ বাকি ৩টি।
বিশ্বকাপের পয়েন্ট টেবলের সাতে নেমেছে কুশল মেন্ডিসের দল। এখনও অবধি ৬ম্য়াচ খেলে শ্রীলঙ্কা জিতেছে ২টি ও হেরেছে ৪টি। পয়েন্ট ৪। নেট রানরেট -০.২৭৫। লঙ্কানদের এখনও গ্রুপ পর্বে বাকি ৩ ম্যাচ। পয়েন্ট টেবলের আটে রয়েছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। ৬টি ম্যাচে খেলে ডাচরা জিতেছে ২টি এবং হেরেছে ৪টি। পয়েন্ট ৪। নেদারল্যান্ডসের নেট রানরেট -১.২৭৭। পাকিস্তানের বিরুদ্ধে ইডেনে হারার পরও পয়েন্ট টেবলে নয় নম্বরে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। টাইগার্সরা গ্রুপ পর্বের ৭টি ম্যাচে খেলে নিয়েছে। তাতে জিতেছে ১টি, হার ৬টিতে। পয়েন্ট ২। নেট রানরেট -১.৩৩৮। টাইগাররা এ বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। আর বাকি রইল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে ইংল্যান্ড। জস বাটলাররা এ বার বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ১টিতে মাত্র জিতেছেন। হেরেছেন ৫টিতে। নেট রানরেট -১.৬৫২। ইংল্যান্ডের পয়েন্ট ২।