ICC World Cup: বাদ পড়েই ফর্মে! ইডেনে বিধ্বংসী ইনিংসের পর ফখর যা বললেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 01, 2023 | 1:53 AM

ICC world cup 2023, Fakhar Zaman: পাকিস্তান দলের তরফে অবশ্য ফখরের বাদ প্রসঙ্গে হাঁটুর চোটের কথাই বলা হয়েছিল। পাকিস্তানের প্রথম আধডজন ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই সুযোগ পাননি। ফখর বলছেন, 'মাঝের এই সময়টাই সাহায্য করেছে। এশিয়া কাপের পর প্রস্তুতিতে আরও জোর দিয়েছি। বড় রানের প্রত্যাশা কার না থাকে। যদিও সেটা কিছুতেই আসছিল না। উল্টোপ্রান্তে শফিকের সঙ্গেও কথা বলি। ওকে বলেছিলাম, প্রথম চার ওভার দেখে খেলব। এরপর পিচ যেমনই থাক, শট খেলব।'

ICC World Cup: বাদ পড়েই ফর্মে! ইডেনে বিধ্বংসী ইনিংসের পর ফখর যা বললেন...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: এশিয়া কাপের আগে থেকে ফর্ম হাতড়ে বেরাচ্ছেন। এশিয়া কাপে ‘চোটের’ জন্য একাদশের বাইরে রাখা হয়। বিশ্বকাপেও শুরুতেই ব্যর্থ। ধারাবাহিক ব্যর্থতার জেরে ফের বাদ। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ মিলল। ইডেন গার্ডেন্সে সুযোগ পেয়ে রানেও ফিরলেন পাকিস্তানের ওপেনার। বাদ পড়াটাই কি শাপে বর হয়েছে? পাক ওপেনার তেমনটাই মনে করছেন। বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়ায় অল্পের জন্য সেঞ্চুরিও হাতছাড়া। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তান দলের তরফে অবশ্য ফখরের বাদ প্রসঙ্গে হাঁটুর চোটের কথাই বলা হয়েছিল। পাকিস্তানের প্রথম আধডজন ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই সুযোগ পাননি। ফখর বলছেন, ‘মাঝের এই সময়টাই সাহায্য করেছে। এশিয়া কাপের পর প্রস্তুতিতে আরও জোর দিয়েছি। বড় রানের প্রত্যাশা কার না থাকে। যদিও সেটা কিছুতেই আসছিল না। উল্টোপ্রান্তে শফিকের সঙ্গেও কথা বলি। ওকে বলেছিলাম, প্রথম চার ওভার দেখে খেলব। এরপর পিচ যেমনই থাক, শট খেলব।’

শুরুটা সতর্ক হলেও পরে বিধ্বংসী ব্যাটিং করেন ফখর। মাত্র ২০৫ রানের লক্ষ্য। যত দ্রুত সম্ভব লক্ষ্যে পৌঁছনোয় নজর ছিল পাকিস্তানের। ফখর সে ভাবেই ব্যাট করেন। শেষ অবধি ৭৪ বলে ৮১ রানে ফেরেন ফখর। বলেন, ‘আমাদের মাথায় নেট রান রেটের বিষয়টাও ছিল। ১০০ পেরিয়ে যাওয়ার পর চেয়েছিলাম ৩০ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে। এতগুলো ব্যর্থতার পর প্রথম ৩০টা রান করতে প্রচণ্ড সমস্যায় পড়েছি। সতর্কও ছিলাম। আশাকরি, পরবর্তী ম্যাচগুলোতে আরও বড় রান করতে পারব।’

পাকিস্তান অধিনায়ক বাবর আজম টিম গেমকেই কৃতিত্ব দিয়েছেন। বোলিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই বাংলাদেশকে মাত্র ২০৪ রানে অলআউট করা গিয়েছে। এরপর দুই ওপেনারের দুর্দান্ত শুরু। বাবর রান না পেলেও টিম জেতায় উচ্ছ্বসিত।