ICC World Cup: ড্রেসিংরুমে নাটু নাটু নাচালেন জাডেজা, টিম বাসে লুঙ্গি ডান্স!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 24, 2023 | 6:30 AM

ICC World Cup, Afghanistan Cricket Team Celebration: জাডেজা দায়িত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি। শুধু বিশ্বকাপের জন্যই নিয়োগ করা হয়েছে তাঁকে। ছাপ ফেলতে মরিয়া মেন্টর জাডেজা। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারানো নিঃসন্দেহে বিরাট সাফল্য। টিমের সঙ্গে কতটা মিশে গিয়েছেন, ম্যাচ শেষের সেলিব্রেশনেই ধরা পড়ল। প্রথম বার ওডিআই ফরম্যাটে পাকিস্তানকে হারানোর আনন্দ। বিশ্বকাপের মঞ্চে সেটি হওয়া বাঁধনহারা উচ্ছ্বাসে আফগানিস্তান ক্রিকেট টিম।

ICC World Cup: ড্রেসিংরুমে নাটু নাটু নাচালেন জাডেজা, টিম বাসে লুঙ্গি ডান্স!
Image Credit source: Screengrab

Follow Us

চেন্নাই: বিশ্বকাপে জোড়া চমক দিয়েছ আফগানিস্তান। তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় চমক দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে মেন্টর নিয়োগ করা হয় ভারতের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজাকে। আফগানিস্তান টিমের কোচ জোনাথন ট্রট। তবে ভারতের মাটিতে বিশ্বকাপে ভালো পারফর্ম করতে হলে, এমন কাউকে প্রয়োজন যিনি এখানকার পরিস্থিতি জানবেন। গড়াপেটার কলঙ্ক যতই গায়ে থাকুক, ক্রিকেটার হিসেবে অজয় জাডেজার দক্ষতা সবসময়ই প্রশংসা কুড়িয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ফিল্ডিং চর্চায় থাকত। বিশ্বকাপে আফগানিস্তানের চমকপ্রদ পারফরম্যান্সে ভূমিকা রয়েছে জাডেজারও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জাডেজা দায়িত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি। শুধু বিশ্বকাপের জন্যই নিয়োগ করা হয়েছে তাঁকে। ছাপ ফেলতে মরিয়া মেন্টর জাডেজা। এখনও অবধি সেই লক্ষ্যে সফল। শুরুটা যদিও ভালো হয়নি। তবে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারানো নিঃসন্দেহে বিরাট সাফল্য। টিমের সঙ্গে কতটা মিশে গিয়েছেন, ম্যাচ শেষের সেলিব্রেশনেই ধরা পড়ল। প্রথম বার ওডিআই ফরম্যাটে পাকিস্তানকে হারানোর আনন্দ। বিশ্বকাপের মঞ্চে সেটি হওয়া বাঁধনহারা উচ্ছ্বাসে আফগানিস্তান ক্রিকেট টিম।

ড্রেসিংরুমের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। ড্রেসিংরুমে মধ্যমণি রশিদ খান। নাটু নাটু গানের স্টেপে নাচতে দেখা যায় তাঁকে। সতীর্থরাও বন্য আনন্দে মেতে ওঠেন। অজয় জাডেজাও উৎসাহ দেন। কোনও নাচ তিনিও কি শিখিয়েছিলেন? রশিদদের বলেন, ‘কোথায় আমার টিমের ডান্সাররা, কালকের নাচটা হয়ে যাক?’

তেমনই আফগান টিম বাসেরও একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। ভারতীয় সিনেমা নিয়ে অবগত আফগান ক্রিকেটাররা। রজনীকান্তের ফ্যান নন, এমন কেউ আছেন নাকি! টিম বাসে তাই চলল ‘অল দ্য রজনী ফ্যানস’। টিম বাসকে ‘চেন্নাই এক্সপ্রেস’ বানিয়ে লুঙ্গি ডান্সে মাতলেন আফগানিস্তান ক্রিকেটাররা।

Next Article