চেন্নাই: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে মাঠের বাইরে যতই বন্ধুত্ব থাক, তাদের হারানোটা যেন বাড়তি আনন্দের। এমন অনেক জয়ের সঙ্গী ইরফান পাঠান নিজেও। ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় কিছু পারফর্ম করেছেন। এ বার দেখলেন আফগানিস্তানের হাতে পাক-বধ। বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন ইরফান। রোমাঞ্চকর ম্যাচের উচ্ছ্বাসে ভাসলেন তিনিও। পাকিস্তানকে হারিয়ে মাঠ প্রদক্ষীণ করছিল আফগান ক্রিকেট টিম। রশিদ খানের সঙ্গে নাচলেন ইরফানও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে। সঙ্গে রইল ভিডিয়ো।
এমন একটা অনুমান ছিলই। হয়তো সে কারণেই আফগানিস্তানের জয়ে কোনও অঘটন দেখছেন ক্রিকেট প্রেমীরা। চেন্নাইয়ে বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে সূচি তৈরির সময়ই আপত্তি ছিল পাকিস্তানের। এর কারণ, স্পিন সহায়ক পিচে আফগান বোলারদের আতঙ্ক। তবে শুধু স্পিনাররাই যে বেগ দিলেন তা নয়। পুরোপুরি টিম গেমে পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল আফগানিস্তান। সব বিভাগেই বাজিমাত করেছে আফগানরা।
Irfanbhai dancing with Rashid Khan after victory against Pakistan.
– What a Moment 🔥💥#PAKvsAFG #AFGvsPAK #AFGvPAK
🎥 @IrfanPathan pic.twitter.com/B2nstCwgRU
— Ishan Joshi (@ishanjoshii) October 23, 2023
ম্যাচ শেষে উচ্ছ্বাসে ভাসলেন আফগানিস্তান ক্রিকেটাররা। প্রথম বার ওডিআইতে পাকিস্তানকে হারানোর আনন্দ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এত বড় সম্মানের জয়। গর্বিত আফগান ক্রিকেটাররা ম্যাচ শেষে চিপকের মাঠ প্রদক্ষীণ করেন। সমর্থকদের ভালোবাসার কৃতজ্ঞতা জানান। মাঠে ছিলেন ধারাভাষ্যকার তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। মাঠ প্রদক্ষীণ করার সময় রশিদ খান তাঁর সামনে আসতেই হাত বাড়িয়ে দেন। রশিদের সঙ্গে নাচেন ইরফান। সোশ্যাল মিডিয়ায় রশিদ এবং আফগানিস্তান টিমকে স্মরণীয় জয়ের শুভেচ্ছাও জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার।