নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটের বৃহত্তম টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ বারের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) শুভ সূচনা হবে। এ বারের বিশ্বকাপের প্রথম বল গড়াবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (England vs New Zealand) ম্যাচে। সর্বত্রই আজ বিশ্বকাপের রেশ। যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে Google অভিনব ব্যবস্থা নেয়। Google তার Doodle-এর মাধ্যমে সেই বিশেষ দিবসের থিম সেট করে। গুগল তার ডুডলে আজ অর্থাৎ ৫ অক্টোবর ওডিআই বিশ্বকাপের শুভ সূচনা উদযাপন করছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ, বৃহস্পতিবার গুগল তার অফিসিয়াল ডুডলে ভারতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ওডিআই বিশ্বকাপের থিম সেট করেছেন। যে কোনও ব্যক্তি আজ স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাপ, কম্পিউটারে গুগল খুললে ভেসে উঠবে গুগল ডুডল। যেখানে দেখা যাবে দুটি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। এবং হাঁসগুলি দৌড়ে রান নিচ্ছে।
১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ শুরু হয়েছে। এ বার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবং রানার্স হয়েছিল নিউজিল্যান্ড। এ বারের ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের মাটিতে খেলার জন্য ১০ দল তৈরি। বিশ্বকাপের মহাযুদ্ধের আসরে মাতবে ১০ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে। আজ থেকে শুরু করে ১৯ নভেম্বর অবধি চলবে এই মেগা টুর্নামেন্ট। ৪৫দিন ধরে ১০টি ভেনুতে ৪৮ ম্যাচ হবে। বিশ্বকাপের সঙ্গে যুক্ত ১৫০ জন ক্রিকেটার।
১৩তম ওডিআই বিশ্বকাপের ১০ ভেনু হল – আমেদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা ও পুণে। এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৪টি দল নকআউটে উঠবে। সেখানে ২টি সেমিফাইনাল ম্যাচ হবে। তারপর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯ নভেম্বর হবে মেগা ফাইনাল।