ICC World Cup: প্রথম লক্ষ্য-পূরণ, স্বস্তির কথা শোনালেন রোহিত…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 03, 2023 | 12:02 AM

ICC world cup 2023, Rohit Sharma: বিশ্বকাপে শুরুর পাঁচটি জয় এসেছিল রান তাড়া করে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সমস্যায় পড়ে ভারতীয় ব্যাটিং। বোলারদের সৌজন্যে বিশাল জয় এসেছে। শ্রীলঙ্কাও প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতকে। শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও শুভমন গিল ও বিরাট কোহলির বিধ্বংসী জুটি, শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংস ভারতকে সমস্যা থেকে বের করে বিশাল স্কোর গড়তে সাহায্য করে।

ICC World Cup: প্রথম লক্ষ্য-পূরণ, স্বস্তির কথা শোনালেন রোহিত...
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত। ভারতীয় দলকে কোনও অঙ্কের দিকেই তাকিয়ে থাকতে হবে না। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানের বিশাল ব্যবধানে জয়। প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। তবে এই ম্যাচে প্রাপ্তি বোলারদের পারফরম্যান্স। প্রথমে ব্যাট করে ৩৫৮-র বিশাল লক্ষ্য দেয় ভারতীয় দল। উইকেট নিয়ে শুরু জসপ্রীত বুমরার। যোগ দেন মহম্মদ সিরাজ। সামি আক্রমণে আসতেই বিপদ বাড়ে শ্রীলঙ্কার। দেড় মাস আগে এশিয়া কাপ ফাইনালে সিরাজের অনবদ্য বোলিংয়ে ভারতের বিরুদ্ধে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এ বার ৫ রান বেশি করল তারা। পাঁচ উইকেট সামির। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা যা বলছেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। টানা সাত ম্যাচে জয়। প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে রোহিত বলছেন, ‘সরকারি ভাবে আমাদের সেমিফাইনাল নিশ্চিত। খুবই ভালো লাগছে। চেন্নাইতে যখন বিশ্বকাপ অভিযান শুরু করি, আমাদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল। অবশ্যই ফাইনালে যাওয়াও লক্ষ্য। তবে প্রথম লক্ষ্য ছিল শেষ চার। সেটা আমরা পেরেছি। টানা সাত ম্যাচে জয়, দুর্দান্ত পারফরম্যান্স। প্রত্যেকেই অবদান রেখেছে।’

বিশ্বকাপে শুরুর পাঁচটি জয় এসেছিল রান তাড়া করে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সমস্যায় পড়ে ভারতীয় ব্যাটিং। বোলারদের সৌজন্যে বিশাল জয় এসেছে। শ্রীলঙ্কাও প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতকে। শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও শুভমন গিল ও বিরাট কোহলির বিধ্বংসী জুটি, শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংস ভারতকে সমস্যা থেকে বের করে বিশাল স্কোর গড়তে সাহায্য করে। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত রোহিত। বলছেন, ‘বড় স্কোর গড়তে হলে সঠিক মানসিকতাও প্রয়োজন। আমাদের ব্যাটাররা সেটাই করে দেখিয়েছে। ব্যাটিং বিভাগকে কৃতিত্ব দিতেই হবে।’

টানা জয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের কৃতিত্ব ভুলছেন না রোহিত। সপ্তম ম্যাচ। প্রতিপক্ষের সম্ভাব্য ৭০টির মধ্যে ৬৬টি উইকেট নিয়েছে ভারতীয় বোলিং আক্রমণ। এই ম্যাচের আগে শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউডও মন্তব্য করেছিলেন, এমন বোলিং আক্রমণ যে কোনও দলই চাইবে।

Next Article