AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup: কোন ম্যাচে পাওয়া যাবে হার্দিককে? জানালেন বোর্ড কর্তা

ICC World Cup 2023, Hardik Pandya: স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। আরও একজন প্রয়োজন পড়লে স্কোয়াডে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে পেস বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে হার্দিক অটোমেটিক চয়েস। বিকল্প হিসেবে শার্দূল থাকলেও তাঁকে হার্দিকের মতো ভরসা করা যায় না। বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক। ম্যাচের নবম ওভারেই মাঠ ছাড়েন। ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের। প্রাথমিক ভাবে নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হয় হার্দিককে।

ICC World Cup: কোন ম্যাচে পাওয়া যাবে হার্দিককে? জানালেন বোর্ড কর্তা
Image Credit: X
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 7:45 AM
Share

বেঙ্গালুরু: টিম ইন্ডিয়ার টিম কম্বিনেশন বরাবরই আলোচনার বিষয়। কম্বিনেশনে ভারসাম্য আনার ক্ষেত্রে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অলরাউন্ডাররা। ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া তেমনই একজন। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। আরও একজন প্রয়োজন পড়লে স্কোয়াডে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে পেস বোলিং অলরাউন্ডারের ক্ষেত্রে হার্দিক অটোমেটিক চয়েস। বিকল্প হিসেবে শার্দূল থাকলেও তাঁকে হার্দিকের মতো ভরসা করা যায় না। বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক। ম্যাচের নবম ওভারেই মাঠ ছাড়েন। ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের। প্রাথমিক ভাবে নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হয় হার্দিককে। তবে ইংল্যান্ড ম্যাচেও তাঁকে না পাওয়া যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেও প্রথমে ব্যাট করে প্রবল চাপে পড়ে ভারত। হার্দিক থাকলে ব্যাটিং এই চাপটা কমতো। অনবদ্য বোলিংয়ে বিশাল ব্যবধানে জয় ইংল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালের লক্ষ্যে সঠিক পথেই টিম ইন্ডিয়া। হার্দিকের না থাকাটা অবশ্য অস্বস্তি। তাঁকে কোন ম্যাচে পাওয়া যেতে পারে, এই নিয়ে কিছুটা জট কাটল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে হার্দিকের। দ্রুতই ফিট হয়ে ওঠার কথা। যদিও টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড, হার্দিককে নিয়ে কোনওরকম তাড়াহুড়োয় নারাজ। এর আগেও চোটের জন্য ভুগতে হয়েছে হার্দিককে। বিশ্বকাপের মাঝে ফের এক বার একই সমস্যা। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, হার্দিককে সরাসরি সেমিফাইনালে খেলাতে চাইছে টিম ইন্ডিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা এ কথা জানিয়েছেন। লিগ পর্বে ভারতের শেষ ম্যাচ বেঙ্গালুরুতেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারত। টিম একান্তই কঠিন পরিস্থিতিতে থাকলে হার্দিককে সেই ম্যাচে খেলানো হতে পারে। সরাসরি সেমিফাইনালে খেলারই সম্ভাবনা বেশি, জানালেন বোর্ড কর্তা। তাঁর কথায়, ‘হার্দিক খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সেমিফাইনালের মঞ্চে আরও বেশি প্রয়োজন ওকে। আমরা যদি আগেই সেমিফাইনাল নিশ্চিত করতে পারি, হার্দিক সরাসরি খেলবে।’ দ্রুতই বোলিং শুরু করবেন হার্দিক। বোর্ড কর্তার কথাতেই পরিষ্কার, হার্দিককে নিয়ে তাড়াহুড়ো না হলেও, দল বিপদে পড়লে সেমিফাইনালের আগে খেলানোর চেষ্টা হবে। নয়তো সরাসরি শেষ চারে।