নয়াদিল্লি: বিরাট কোহলিই সেরা ব্যাটার। সব তুলনায় যেন ইতি টানতে চান অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং। এক দিন আগেই কলকাতার ইডেন গার্ডেন্সে কেরিয়ারের ৪৯তম ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে। হয়তো এই বিশ্বকাপেই সচিনকে ছাপিয়ে যাবেন বিরাট। সার্বিক রেকর্ডের নিরিখেই বিরাট কোহলিকে সেরা ব্যাটার হিসেবে আখ্যা দিচ্ছেন কিংবদন্তি অজি তারকা পন্টিং। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস বিরাটের। আইসিসি ওয়েবসাইটে রিকি পন্টিং বলছেন, ‘কোনও সন্দেহ নেই বিরাটই সেরা ব্যাটার। দীর্ঘ সময় ধরেই আমি এ কথা বলে আসছি। এর জন্য সচিনের রেকর্ড ছোঁয়া বা ছাপিয়ে যাওয়ার প্রয়োজন নেই। বিরাটের সার্বিক ব্যাটিং রেকর্ডই দুর্দান্ত।’ বিশ্ব ক্রিকেটে গত কয়েক বছর ফ্যাব ফোরের দাপট দেখা গিয়েছে। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসনকে এই ফ্যাব ফোরে রাখা হত। যদিও বিরাট কোহলি ছাড়া কেউই তিন ফরম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিতে এ বারের বিশ্বকাপে দ্বিতীয় বার তিন অঙ্কের রানে বিরাট কোহলি। ধরমশালা, ওয়াংখেড়েতেও সুযোগ এসেছিল। শেষ অবধি তা হয়নি। এ বারের বিশ্বকাপে আট ম্যাচে বিরাটের ঝুলিতে ৫৪৫ রান। ব্যাটিং গড় প্রায় ১০৯। কেরিয়ারের ৪৯তম ওডিআই সেঞ্চুরি এসেছে সচিনের চেয়ে ১৭৫ কম ইনিংসে। পন্টিং আরও বলছেন, ‘ও ৪৯ ওডিআই সেঞ্চুরিতে সচিনকে ছুঁয়েছে। ১৭৫টি ইনিংস আগেই সচিনকে ছোঁয়া! অবিশ্বাস্য। এতদিন হয়তো এই নম্বরটা ওর কাছে বোঝা হয়ে ছিল। ৪৯তম সেঞ্চুরির জন্য বাড়তি পরিশ্রম করেছে।’
বিরাটকে নিয়ে নানা প্রশংসার মাঝে পন্টিং কিন্তু ভারতীয় বোলারদের কথা ভুলছেন না। টিম ইন্ডিয়া এই বিশ্বকাপে অপরাজিত। টানা আট ম্যাচে জয়। ব্যাটারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বোলিং আক্রমণ। গত তিন ম্যাচের নিরিখে আরও বেশি করে বলা যায় বোলারদের পারফরম্যান্সের কথা। শ্রীলঙ্কাকে ৫৫ রানে এবং দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে অলআউট করেছে ভারত।