মুম্বই: যদি কখনও ঘুম থেকে নিজের আমূল বদল চান, কোন অ্যাথলিট হতে চাইবেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! আর সেই অকল্পনীয় ঘটনা ঘটলে কী করবেন তিনি? রোনাল্ডোর মস্তিষ্ক স্ক্যান করবেন। দেখবেন, কোথা থেকে এত মানসিক জোর পান সিআর সেভেন। এই ‘তিনি’ কে? বিরাট কোহলি (Virat Kohli)! রোনাল্ডোর ফিটনেস, দায়বদ্ধতা, ফুটবল প্রতিভার প্রতি তাঁর মুগ্ধতা বারবার প্রকাশ করেছেন বিরাট কোহলি। রোনাল্ডোর মতোই সাফল্যের মন্ত্র হিসেবে ফিটনেসকেই বেছে নিয়েছেন। পর্তুগালের সুপারস্টারই তাঁর পছন্দের অ্যাথলিট। বিরাট আপাতত আইপিএল (IPL 2022) খেলতে ব্যস্ত। টিমের ফটো শুটের সময় তারকাদের এমন অনেক অজানা কথা তুলে ধরছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। এ বার বিরাটের এই গল্প তাঁর ভক্তদের উপহার দিয়েছে আরসিবি।
আপনার সেরা অ্যাথলিট কে, এই প্রশ্নের উত্তরে বিরাট বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার সেরা অ্যাথলিট। যদি ঘুম থেকে উঠে দেখি, আমি রোনাল্ডো হয়ে গিয়েছি, তা হলে ব্রেনটা আগে স্ক্যান করে দেখব, ও এত মানসিক জোর কোথা থেকে পায়।’
কেরিয়ারের প্রথম থেকে আইপিএল খেলছেন আরসিবির হয়েই। সেরা ও যন্ত্রণার মুহূর্ত কী বিরাটের? বলেছেন, ‘২০১৬ সালের আইপিএল। ফাইনালে উঠেও আরসিবি চ্যাম্পিয়ন হতে পারেনি। আর, দেশের হয়ে ধরলে ওই ২০১৬ সালের কথাই বলতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলাম আমরা।’
২০১৬ সালের আইপিএলে স্বপ্নের ছন্দে ছিলেন বিরাট। ৯৭৩ রান করেছিলেন। ৮১.০৮ ছিল গড়। আইপিএলের সেরা মুহূর্ত বাছতে গিয়ে গুজরাত লায়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ওয়ান তুলে ধরেছেন বিরাট। ‘২০১৬ সালে আমরা দিল্লির বিরুদ্ধে রাইপুরে শেষ ম্যাচ খেলেছিলাম। তার পরই ছিল ওই কোয়ালিফায়ার। এবি ওই ম্যাচে একটা বিস্ফোরক ইনিংস খেলেছিল। ইকবাল ছিল উল্টো দিকে। ম্যাচটা জেতার পর আমরা যে সেলিব্রেশন করেছিলাম, সেটা কোনও দিন ভুলব না।’
আরসিবি বিরাটের ক্রিকেট জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছে। কিন্তু ক্রিকেটার কিংবা নেতা হিসেবে টিমকে খেতাব জেতাতে পারেননি। এই আইপিএলে নেতৃত্ব ছেড়ে আবার ক্রিকেটারের ভূমিকায় ফিরে এসেছেন বিরাট। এ বার কি ট্রফি দিতে পারবেন? সময় দেবে উত্তর।
আরও পড়ুন: SRH vs LSG LIVE Score, IPL 2022: রাহুলের হাফসেঞ্চুরি, ৪ উইকেট হারিয়ে এগোচ্ছে সুপার জায়ান্টসরা