SRH vs LSG, IPL 2022 Match 12 Result: অরেঞ্জ আর্মিকে হারাল লোকেশের লখনউ সুপার জায়ান্টস

| Edited By: | Updated on: Apr 07, 2022 | 7:15 PM

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs LSG, IPL 2022 Match 12 Result: অরেঞ্জ আর্মিকে হারাল লোকেশের লখনউ সুপার জায়ান্টস
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস

মুম্বই: আজ, আইপিএল-১৫-র  (IPL 2022)  দশম দিন। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তবে লড়াই করেও জিততে পারল না অরেঞ্জ আর্মি। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল লোকেশ রাহুলের দল। ১৭০ রানের টার্গেট ছিল নিজামের শহরের দলের সামনে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ১২ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস। টানা ২ ম্যাচে হারল কেন উইলিয়ামসনের দল। অন্যদিকে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে গুজরাতের কাছে হারলেও, পর পর দুটো ম্যাচ জিতল লোকেশ রাহুলের লখনউ।

Key Events

১২ রানে জয়ী লখনউ

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে শুরুতে লখনউকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল লোকেশ রাহুলের দল। ১৭০ রানের টার্গেট ছিল নিজামের শহরের দলের সামনে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ১২ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস।

অধিনায়কোচিত ইনিংস লোকেশ রাহুলের

নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল আজ দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ৫০ বলে ৬৮ রান করেছেন তিনি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Apr 2022 11:21 PM (IST)

    ১২ রানে জয়ী লখনউ

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ১২ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস।

  • 04 Apr 2022 11:19 PM (IST)

    ভুবি আউট

    শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের উইকেট তুলে নিলেন হোল্ডার।

  • 04 Apr 2022 11:14 PM (IST)

    সুন্দর আউট

    শেষ ওভারের প্রথম বলে ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নিলেন জেসন হোল্ডার।

  • 04 Apr 2022 11:13 PM (IST)

    টান টান শেষ ওভার

    জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ৬ বলে ১৬ রান।

  • 04 Apr 2022 11:04 PM (IST)

    আব্দুলের উইকেটও আবেশের খাতায়

    নিকোলাস পুরানের পর আব্দুল সামাদের উইকেট তুলে নিলেন আবেশ খান।

  • 04 Apr 2022 11:02 PM (IST)

    পুরানকে ফেরালেন আবেশ

    ৩৪ রান করে আউট হলেন নিকোলাস পুরান। পঞ্চম উইকেট তুলে নিলেন আবেশ খান।

  • 04 Apr 2022 11:01 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে হায়দরাবাদ।

  • 04 Apr 2022 10:45 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১২০/৪

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে হায়দরাবাদ। ম্যাচ জিততে হায়দরাবাদের প্রয়োজন ৩০ বলে ৫০ রান।

  • 04 Apr 2022 10:35 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    রাহুল ত্রিপাঠীর উইকেট তুলে নিলেন ক্রুণাল পান্ডিয়া। ৪৪ রান করে সাজঘরে ফিরে গেলেন রাহুল।

  • 04 Apr 2022 10:20 PM (IST)

    এইডেন মার্করামকে সাজঘরে পাঠালেন ক্রুণাল

    ১১ তম ওভারের প্রথম বলেই এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন ক্রুণাল পান্ডিয়া। তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ।

  • 04 Apr 2022 10:19 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৮২/২

    খেলা বাকি ১০ ওভারের। শেষ ১০ ওভারে ম্যাচ জিততে হায়দরাবাদকে তুলতে হবে ৮৮ রান।

  • 04 Apr 2022 09:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে হায়দরাবাদ।

  • 04 Apr 2022 09:57 PM (IST)

    অভিষেক আউট

    অভিষেক শর্মার উইকেট তুলে নিলেন আবেশ খান। দ্বিতীয় উইকেট হারাল হায়দরাবাদ। ১৩ রান করে মাঠ ছাড়লেন অভিষেক।

  • 04 Apr 2022 09:53 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৩৮/১

    • ৫ ওভারে খেলা শেষ।
    • প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে হায়দরাবাদ।
    • ম্যাচ জিততে ৯০ বলে হায়দরাবাদকে তুলতে হবে ১৩২ রান।
  • 04 Apr 2022 09:46 PM (IST)

    ক্যাপ্টেন কেন আউট

    হায়দরাবাদের অধিনায়কের উইকেট তুলে নিয়ে লখনউকে প্রথম সাফল্য এনে দিলেন আবেশ খান। ১৬ রান করে সাজঘরে ফিরলেন উইলিয়ামসন।

  • 04 Apr 2022 09:32 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    টার্গেট ১৭০। রান তাড়া করতে নেমে পড়লেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা।

  • 04 Apr 2022 09:17 PM (IST)

    ১৬৯ রানে থামল লখনউ

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানে গিয়ে থামল লখনউ। সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ১৭০ রান।

  • 04 Apr 2022 09:09 PM (IST)

    ক্রুণাল আউট

    ক্রুণাল পান্ডিয়ার উইকেট তুলে নিলেন টি নটরাজন। মাত্র ৬ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল।

  • 04 Apr 2022 09:06 PM (IST)

    কেএল আউট

    লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন টি নটরাজন। ৬৮ রান করে মাঠ ছাড়লেন কেএল।

  • 04 Apr 2022 08:50 PM (IST)

    লখনউ ক্যাপ্টেনের হাফসেঞ্চুরি

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লোকেশ রাহুল।

  • 04 Apr 2022 08:48 PM (IST)

    হুডা আউট

    হাফসেঞ্চুরির পর উইকেট খুইয়ে বসলেন দীপক হুডা। রোমারিও শেফার্ড ফেরালেন দীপককে। ৫১ রান করে মাঠ ছাড়লেন হুডা।

  • 04 Apr 2022 08:46 PM (IST)

    ১৫ ওভারে লখনউ ১১৪/৩

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টস তুলেছে ১১৪।

  • 04 Apr 2022 08:44 PM (IST)

    দীপক হুডার হাফসেঞ্চুরি

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন দীপক হুডা।

  • 04 Apr 2022 08:21 PM (IST)

    ১০ ওভারে লখনউ ৬৮/৩

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ।
    • ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে সুপার জায়ান্টসরা।
    • ক্রিজে কেএল রাহুল (৩৫*) ও দীপক হুডা (২০*)।
  • 04 Apr 2022 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।
    • ক্রিজে রয়েছেন কেএল রাহুল ও দীপক হুডা।
  • 04 Apr 2022 07:57 PM (IST)

    ৫ ওভারে লখনউ ২৭/৩

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম ওভারে ৩টি উইকেট হারিয়েছে লখনউ।
    • হায়দরাবাদকে এই ৫ ওভারের মধ্যে ২টি সাফল্য এনে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
    • পঞ্চম ওভারে মনীশ পান্ডেকে ফিরিয়েছেন রোমারিও শেফার্ড।
  • 04 Apr 2022 07:56 PM (IST)

    মনীশ আউট

    মনীশ পান্ডের উইকেট তুলে নিলেন রোমারিও শেফার্ড। তৃতীয় উইকেট হারাল লখনউ। ১১ রান করে সাজঘরে ফিরে গেলেন মনীশ।

  • 04 Apr 2022 07:49 PM (IST)

    এভিন লুইস আউট

    এভিন লুইসের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন এভিন লুইস।

  • 04 Apr 2022 07:46 PM (IST)

    ৩ ওভারে লখনউ ১৬/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। লখনউয়ের ওপেনার-উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’ককের উইকেট হারিয়ে ফেলেছে সুপার জায়ান্টসরা।

  • 04 Apr 2022 07:39 PM (IST)

    ডি’কক আউট

    দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ওয়াশিংটন সুন্দর তুলে নিলেন কুইন্টন ডি’ককের উইকেট। ১ রান করে মাঠ ছাড়লেন লখনউের উইকেটকিপার।

  • 04 Apr 2022 07:30 PM (IST)

    লখনউয়ের ইনিংস শুরু

    • ওপেনিংয়ে নামলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি’কক।
    • নতুন বল হাতে তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
  • 04 Apr 2022 07:24 PM (IST)

    ওয়াশির মাইলস্টোন ম্যাচ

    আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেরিয়ারের ১০০তম টি-২০ ম্যাচ খেলতে নামছেন ওয়াশিংটন সুন্দর।

  • 04 Apr 2022 07:08 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান (উইকেটকিপার), অভিষেক শর্মা, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

  • 04 Apr 2022 07:07 PM (IST)

    লখনউয়ের প্রথম একাদশ

    লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), মনীশ পান্ডে, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক, এভিন লুইস, জেসন হোল্ডার, দীপক হুডা, আয়ুষ বাদোনি ও আবেশ খান, অ্যান্ড্রু টাই ও রবি বিষ্ণোই।

  • 04 Apr 2022 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন

  • 04 Apr 2022 06:52 PM (IST)

    ক্যাপ্টেন কেন তৈরি

    লোকেশের লখনউয়ের বিরুদ্ধে নামার আগে শেষ প্রস্তুতিতে উইলিয়ামসনরা।

  • 04 Apr 2022 06:34 PM (IST)

    অরেঞ্জ আর্মি হাজির লখনউয়ের মুখে নামার জন্য

    কেন উইলিয়ামসনের অরেঞ্জ আর্মি লক্ষ্যভেদের জন্য হাজির ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

  • 04 Apr 2022 06:33 PM (IST)

    আর মাত্র এক ঘণ্টার অপেক্ষা

    ৭.৩০ মিনিটে আজ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে হায়দরাবাদ ও লখনউ।

Published On - Apr 04,2022 6:30 PM

Follow Us: