IPL 2022: ‘হার্দিক হাফসেঞ্চুরি করলে চাকরি ছেড়ে দেব’, ভাইরাল এক ক্রিকেট ভক্তের ব্যানার

হার্দিক পান্ডিয়া যদি হাফসেঞ্চুরি করেন, তা হলে চাকরি ছেড়ে দেবেন, এই মর্মে গ্যালারিতে ব্যানার তুলে ধরেছিলেন এক ক্রিকেট ভক্ত। হার্দিক হাফসেঞ্চুরিই করেছেন। তার পর কী হল?

IPL 2022: 'হার্দিক হাফসেঞ্চুরি করলে চাকরি ছেড়ে দেব', ভাইরাল এক ক্রিকেট ভক্তের ব্যানার
আইপিএলের ব্যানার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 3:42 PM

মুম্বই: ক্রিকেট মাঠের এক-একটা পোস্টার, ব্যানার অনেক সময় খবরে চলে আসে। রাজনৈতিক থেকে শুরু করে নানা মজার মন্তব্য নিয়ে জোর আলোচনাও হয়। কিছু কিছু ব্যানার আবার ভাইরালও হয়ে যায়। যেমন গুজরাত টাইটান্স (Gujarat Titans) আর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচে হয়েছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যদি হাফসেঞ্চুরি করেন, তা হলে কী হতে পারে? এক ক্রিকেট ভক্তের কথা ধরলে, গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন যদি হাফসেঞ্চুরি করেন, তিনি নাকি চাকরিই ছেড়ে দেবেন! এই ব্যানার নিয়েই মাঠে এসেছিলেন। ঘটনা হল, হার্দিক ৪২ বলে নট আউট ৫০ করেছেন। যদিও হায়দরাবাদের বিরুদ্ধে জিততে পারেনি তাঁর টিম। প্রশ্ন এটা নয়, হার-জিত তো আইপিএলে (IPL) থাকবেই। প্রশ্ন হল, তার পর কী হল? ওই ভক্ত কি সত্যিই চাকরি ছেড়ে দিয়েছেন? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি।

কেন উইলিয়ামসনের টিমের বিরুদ্ধে গুজরাতের ম্য়াচটা মোটেও ভালো যায়নি। দুরন্ত ফর্মে থাকলেও শুভমন গিল এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। ক্যাপ্টেন হার্দিক অবশ্য একটা দিক আগলে না রাখলে কিন্তু চাপে পড়ে যেত টিম। ১৬০-র বেশি তুললেও পারত না। হার্দিকের দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি প্রশ্ন থাকছে ওই ভক্তকে ঘিরে। টিভি ক্যামেরায় তাঁর ব্যানার বারবার দেখানো হয়েছে। যা নিয়েই এত প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা চলছে ওই ব্যানার নিয়ে। আইপিএলের দুনিয়া জানতে চাইছে, মাঠে ব্যানার নিয়ে আসা ছেলেটি শেষ পর্যন্ত কী করলেন? সত্যিই চাকরি ছেড়ে দিলেন তিনি?

আইপিএল ১৫ হার্দিক পান্ডিয়ার ক্রিকেট কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম থেকে বাদ পড়েছিলেন তিনি। বরোদার অলরাউন্ডার তখন থেকেই বিতর্কে। তিনি নাকি চোট নিয়েই ভারতীয় টিমের হয়ে খেলেছিলেন। নির্বাচকরা তার পর আর ভারতীয় টিমে তাঁকে বিবেচনা করেননি। হার্দিকও চাপে পড়ে গিয়েছিলেন। ভারতীয় টিমে আবার ফিরে আসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন হার্দিক। আর সেই কারণেই এই আইপিএলকে বেছে নিয়েছেন। ব্যাটে-বলে এখনও যা পারফর্ম করেছেন, তাতে কিন্তু বেশ সফলই বলা যায় গুজরাতের ক্যাপ্টেনকে।

আরও পড়ুন: IPL 2022: বাবা চালান সেলুন, আইপিএল অভিষেকেই চমকে দিলেন ছেলে