Pakistan Cricket: বাবরের গাড়ি চুরি করার হুমকি সতীর্থের!

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 05, 2022 | 3:51 PM

পাকিস্তানের বাজারদর অনুযায়ী, এই গাড়ির দাম ৭৫ লাখ। নতুন গাড়ির ছবি নিজেই পোস্ট করেছেন পাক অধিনায়ক বাবর আজমের ভাই। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার সুবাদে আরও অনেক পুরস্কার পেলেও, প্রধান আকর্ষণ অবশ্যই এই ব্র্যান্ড নিউ ফোর হুইলার। সোমবারই বাবরের বাড়িতে পৌঁছে যায় সেই গাড়ি।

Pakistan Cricket: বাবরের গাড়ি চুরি করার হুমকি সতীর্থের!
বাবর আজম। ছবি: টুইটার

Follow Us

করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন বাবর আজম (Babar Azam)। নিজে টানা দুটো ম্যাচে শতরান করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানও হারিয়েছে অস্ট্রেলিয়াকে। একদিনের সিরিজে বাবরের ব্যাটে ভর করেই ঘরের মাঠে অ্যারোন ফিঞ্চদের ২-১ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন পাক অধিনায়ক। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ায় পুরস্কার হিসেবে নতুন গাড়ি পেয়েছেন বাবর আজম। একেবারে নতুন মডেলের একটা জিপ পুরস্কার দেওয়া হয়েছে পাক অধিনায়ককে। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি পরের দুটো ম্যাচে টানা সেঞ্চুরি করেন বাবর আজম। গাড়ির মডেল BAIC BJ40 Plus 2022।

 

পাকিস্তানের বাজারদর অনুযায়ী, এই গাড়ির দাম ৭৫ লাখ। নতুন গাড়ির ছবি নিজেই পোস্ট করেছেন পাক অধিনায়ক বাবর আজমের ভাই। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার সুবাদে আরও অনেক পুরস্কার পেলেও, প্রধান আকর্ষণ অবশ্যই এই ব্র্যান্ড নিউ ফোর হুইলার। সোমবারই বাবরের বাড়িতে পৌঁছে যায় সেই গাড়ি। আর তারপরই পাক অধিনায়কের নতুন গাড়ির ছবি পোস্ট করেন তাঁর ভাই।

 

 

 

 

ছবি দেখেই বাবরকে সতর্ক করেন তাঁর সতীর্থ ইমাম উল হক। গাড়িটা সুরক্ষিত ভাবে রাখার পরামর্শ দেন পাকিস্তানের এই ক্রিকেটার। তিনি বলেন, ‘রাস্তার ধারে গাড়িটার চাবি লুকিয়ে রেখো না। আমি তাহলে ছিনতাই করে নিতে পারি।’ যদিও পুরোটাই মজা করে বলেন ইমাম।

 

 

আরও পড়ুন: ICC Chairman: সর্বোচ্চ পর্যায়ের লড়াইয়ে মুখোমুখি সৌরভ-জয়!

Next Article