e Women's Asia Cup 2022 Final: এশিয়া কাপের শেষ লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এক নজরে দুই দলের রোড টু ফাইনাল - Bengali News | In which way India and Sri Lanka reach Women's Asia Cup Final 2022 | TV9 Bangla News

Women’s Asia Cup 2022 Final: এশিয়া কাপের শেষ লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এক নজরে দুই দলের রোড টু ফাইনাল

সপ্তম এশিয়া কাপের সামনে দাঁড়িয়ে রয়েছে উইমেন্স ইন ব্লু। আর শ্রীলঙ্কা প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ফের ফাইনালে নামবে। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে এক নজরে দেখে নিন কোন পথে ফাইনালে উঠল দুই দল---

Womens Asia Cup 2022 Final: এশিয়া কাপের শেষ লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এক নজরে দুই দলের রোড টু ফাইনাল
কোন পথে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত এবং শ্রীলঙ্কা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 15, 2022 | 8:00 AM

সিলেট: আজ সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনাল (Women’s Asia Cup)। কাপ জয়ের শেষ লড়াইয়ে মুখোমুখি হরমনপ্রীত কৌরের ভারত (India) এবং চামারি আতাপত্তুর শ্রীলঙ্কা (Sri Lanka)। ২০০৪ সালে মহিলাদের এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণ থেকে শুরু করে ২০২২ সাল অবধি এই টুর্নামেন্টের ফাইনালে মোট ৪ বার মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। সেই চার বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। ফের এক বার এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার লড়াই। দুই দলই দুরন্ত ফর্মে রয়েছে। এ বার সপ্তম এশিয়া কাপের সামনে দাঁড়িয়ে রয়েছে উইমেন্স ইন ব্লু। আর শ্রীলঙ্কা প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ফের ফাইনালে নামবে। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে এক নজরে দেখে নিন কোন পথে ফাইনালে উঠল দুই দল—

১) এক নজরে ভারতের রোড টু ফাইনাল –

১ অক্টোবর এশিয়া কাপের অষ্টম সংস্করণের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। সেই ম্যাচে ৪১ রানে জিতেছিলেন হরমনপ্রীত কৌররা।

৩ অক্টোবর মালয়েশিয়ার মেয়েদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৩০ রানে মালয়েশিয়াকে হারায় ভারত।

৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নেমেছিল ভারতের মেয়েরা। সেই ম্যাচে মরুশহরের মেয়েদের ৭৪ রানে আটকে দেয় উইমেন্স ইন ব্লু। ১০৪ রানের বড় ব্যবধানে সেই ম্যাচে জেতে ভারত।

৭ অক্টোবর ভারতের সাক্ষাৎ হয়েছিল পাকিস্তানের সঙ্গে। প্রথমে ব্যাটিং করে ১৩৭ রান তোলে পাকিস্তান। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে অল আউট হয়ে যায় ভারত। যার ফলে সেই ম্যাচে ১৩ রানে জেতেন বিসমা মারুফরা।

৮ অক্টোবর বাংলাদেশের মেয়েদের বিরুদ্ধে সিলেটে ম্যাচ ছিল স্মৃতি মান্ধানাদের। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে ভারতের মেয়েরা। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০০ রানে থেমে যায় বাংলাদেশ। ৫৯ রানে সেই ম্যাচ জেতে ভারত।

১০ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলে ভারতের মেয়েরা। ১৫.১ ওভার ব্যাটিং করে ৩৭ রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। ৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ ওভারের মধ্যে ৪০ রান তুলে ফেলে ভারতের মেয়েরা।

১৪ অক্টোবর এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল হরমনপ্রীত কৌরের ভারত। প্রথমে ব্যাটিং করে ১৪৮ রান তোলে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানে থেমে যায় থাইল্যান্ড।

২) এক নজরে শ্রীলঙ্কার রোড টু ফাইনাল –

১ অক্টোবর এ বারের এশিয়া কাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ভারতের মেয়েদের মুখে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে ১৫০ রান তোলে ভারত। ১০৯ রানের মাথায় অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। যার ফলে ৪১ রানে হেরে যায় লঙ্কানরা।

২ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ডিএলএস মেথডে ১১ রানে জেতে শ্রীলঙ্কা।

৪ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নেমেছিল শ্রীলঙ্কা। থাইল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৫৬ রান তুলেছিল চামারিরা। সেই ম্যাচে ৪৯ রানে জেতে লঙ্কানরা।

৮ অক্টোবর মালয়েশিয়ার মেয়েদের বিরুদ্ধে নেমেছিল চামারির শ্রীলঙ্কা। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১০৫ রান তোলে ভারত। ১০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৩ রানে অল আউট হয়ে যায় মালয়েশিয়ান ক্রিকেটাররা। যার ফলে ৭২ রানে সেই ম্যাচে জেতে শ্রীলঙ্কা।

১০ অক্টোবর শ্রীলঙ্কার মেয়েরা নেমেছিল বাংলাদেশের বিরুদ্ধে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৮.১ ওভারে ৮৩ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের টার্গেট ছিল ৭ ওভারে ৪১। সেই ম্যাচে টাইগ্রেসরা তোলে ৩৭ রান। ফলে ৩ রানে জেতেন চামারিরা।

১১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মেয়েদের মুখে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে বিসমা মারুফের দল ৫ উইকেটে জিতে নেয়।

১৪ অক্টোবর এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে শেষ ওভারের টানটান লড়াইয়ে ১ রানে জিতে নেয় শ্রীলঙ্কা।