নয়াদিল্লি : সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ডে ক’দিন পরই ‘প্রাক্তন’ হয়ে যাবেন। আগামী মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা। নতুন কমিটি গঠিত হবে। বোর্ডের (BCCI) সভাপতি হচ্ছেন ৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি। জয় শাহ অবশ্য সচিবই থাকছেন। মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। কোনও বিরোধী না থাকায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হতে চলেছে মঙ্গলবার। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড থেকে সরানো নিয়ে চারিদিকে ক্ষোভের প্রকাশ। মেয়াদ থাকা সত্ত্বেও সরে যেতে হচ্ছে তাঁকে। আইপিএল চেয়ারম্য়ান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সৌরভকে। যদিও বোর্ড সভাপতি থেকে আইপিএল চেয়ারম্যানের পদ! রাজি হননি সৌরভ। তবে মিটিংয়ে সৌরভের বিরুদ্ধে কেউ কিছু বলেনি, এমনটাই দাবি বোর্ডের বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমালের (Arun Dhumal)।
নতুন কমিটিতে আইপিএলের চেয়ারম্যান হচ্ছেন অরুণ ধুমাল। সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেছেন, ‘স্বাধীন ভারতে বোর্ডের কোনও সভাপতিই তিন বছরের বেশি পদে থাকেননি। দাদাকে নিয়ে যে এত গুঞ্জন চলছে বা বলা হচ্ছে বোর্ডের সভায় অনেকে তাঁর বিরোধিতা করেছেন, সবটাই ভিত্তিহীন। কেউ তাঁর বিরুদ্ধে একটি কথাও বলেনি। বোর্ডের সকল সদস্যই আলোচনার অংশ ছিল। গত তিন বছর কোভিড চ্যালেঞ্জ সামলে বোর্ড যেভাবে কাজ করেছে, এ বিষয়ে প্রত্যেকেই খুশি।’ অরুণ ধুমাল আরও যোগ করেন, ‘ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দারুণ কেরিয়ার রয়েছে দাদার। সর্বকালের অন্যতম সেরা দলনেতা। প্রশাসনেও দাদা এই টিমকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা টিম হিসেবেই কাজ করেছি।’
সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড মিটিংয়ে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাবে সায় দিলে, নতুন কমিটিতে অরুণ ধুমালের জায়গা হত না। সৌরভ সায় না দেওয়ায় ব্রিজেশ প্যাটেলের পদে বসছেন ধুমাল। তিনি আরও বলেন, ‘রজার বিনির সঙ্গে নতুনরা মনোনয়ন জমা দেওয়ার সময় দাদাও সঙ্গে ছিলেন। সবকিছুই আলোচনা করেই হয়েছে। দাদাও এই আলোচনার বড় অংশ ছিলেন। তিনিও মত দিয়েছেন। তাঁকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন না ৬৭ বছরের রজার বিনির (উর্ধসীমা ৭০ বছর) এর পর আর বোর্ডের পদে আসার সুযোগ হত না। রজার বিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। দাদা আইপিএল চেয়ারম্যানের পদে সম্মতি জানালে, আমিই জায়গা পেতাম না। তাতেও আমার আক্ষেপ ছিল না। পরের বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তাই বোর্ডে রজার বিনি দারুণ সংযোজন।’