জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত। দলে একঝাঁক নতুন মুখ। পুরনো মুখ যাঁরা তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা খুবই কম। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের দল ঘোষণা করল জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডও। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ৩৮ বছরের অলরাউন্ডার সিকান্দার রাজাকে। দলে নেওয়া হয়েছে পাকিস্তানি পরিবারে জন্ম নেওয়া ক্রিকেটার আন্তুম নাকভিকে। তাঁর নাগরিকত্ব নিয়ে জটিলতা। পরিবার পাকিস্তানের। জন্ম বেলজিয়ামের শহর ব্রাসেলসে। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় চলে যায় নাকভির পরিবার। আন্তুম নাকভি জিম্বাবোয়ের হয়ে খেলার অনুমতি চেয়েছিলেন। সেই জটিলতা মিটতেই জিম্বাবোয়ে স্কোয়াডে যোগ করা হয়েছে ২৫ বছরের আন্তুম নাকভিকে। ৬ জুলাই শুরু সিরিজ।
বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবোয়ে। এর মধ্যে নতুন মুখ আন্তুম নাকভি। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইকরেট প্রায় ১৪৭। প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৭২। লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে) ব্যাটিং গড় প্রায় ৭৪। টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে। বদল করা হয় কোচ। ফলে ভারতের বিরুদ্ধে এই সিরিজ তাদের কাছে ঘুরে দাঁড়ানোর। কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট জাস্টিন স্যামন্সের। জিম্বাবোয়ের স্কোয়াড তরুণদের নিয়ে সাজানো হলেও তাঁদের সম্মিলিত অভিজ্ঞতা ৫৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের।
আজ মঙ্গলবারই জিম্বাবোয়ে পৌঁছে যাচ্ছে ভারতীয় দল। স্কোয়াডে রয়েছেন ভারতের বিশ্বজয়ী দলের সদস্য যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবে। এ ছাড়া স্ট্যান্ড বাইতে থাকা রিঙ্কু সিং ও খলিল আহমেদ। তবে বার্বাডোজে বেরিল ঘূর্ণিঝড়ে ভারতীয় টিম আটকে পড়ায় এই পাঁচজন আদৌ আজই পৌঁছতে পারবেন কিনা, ধোঁয়াশা রয়েছে।
জিম্বাবোয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আক্রম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্ববেল, তেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধবেরে, তাদিওয়ানাসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজুরবানি, ডিওন মেয়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা
ভারতের স্কোয়াড: শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, শিবম দুবে