India vs Australia: বিশ্বকাপের আবহে বিরাট-রোহিতদের নজরে ক্লিন সুইপ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 27, 2023 | 9:00 AM

India vs Australia 3rd ODI Preview: রোহিত শর্মা ফিরেছেন। তিনি ওপেন করবেন একটু নিশ্চিত। শুভমনের পরিবর্তে রোহিতের ওপেনিং সঙ্গী হতে পারেন বাঁ হাতি ব্যাটার ঈশান কিষাণ। এখান থেকে আর একটা অঙ্কও পরিষ্কার হবে। লোকেশ রাহুলকে টিম ইন্ডিয়া ওপেনার হিসেবে দেখছে নাকি মিডল অর্ডার ব্যাটার। গত ম্যাচগুলিতে মিডল অর্ডারেই খেলেছেন ঈশান কিষাণ, লোকেশ রাহুল। এই ম্যাচে রাহুল-রোহিত ওপেন করলে ঈশান মিডল অর্ডারে। আর রোহিত-ঈশান থাকলে রাহুল মিডল অর্ডারেই।

India vs Australia: বিশ্বকাপের আবহে বিরাট-রোহিতদের নজরে ক্লিন সুইপ
Image Credit source: PTI

Follow Us

রাজকোট: সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। তবে অস্ট্রেলিয়ার ক্ষত বাড়ানোর সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকায় টানা তিন ম্যাচ হেরেছিল অজিরা। সিরিজে এগিয়ে থেকেও হার। এর মধ্যে সেই তিন ম্যাচে একশোর বেশি রানের ব্যবধানে হার। ভারতে এসেও স্বস্তি নেই। প্রথম দু-ম্যাচেই হার। সিরিজ খোয়ালেও আত্মবিশ্বাস বাড়াতে শেষ ম্যাচ জেতায় নজর অস্ট্রেলিয়ার। তেমনই টানা আধডজন হার আটকানোতেও। ভারতীয় শিবিরের কাছে স্রেফ একটা প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আবহে নিজেদের আরও একটু পরখ করে নেওয়া। আর জয়ের চেয়ে সেরা কী হতে পারে! অস্ট্রেলিয়াকে ক্লিন সুইপ করাও হবে, ছন্দও বজায় থাকবে। রাজকোটে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই প্রিভিউ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবের মতো প্লেয়াররা। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ভারতের কাছে বাকি আর তিনটি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই এবং বিশ্বকাপের আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচ। রাজকোটে তাই পূর্ণশক্তির দল নামানোরই পরিকল্পনা। সঙ্গে দু-একটা পরীক্ষা। এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিল, শার্দূল ঠাকুরকে। শুভমন অনবদ্য ছন্দে রয়েছেন। এশিয়া কাপে একটি সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় ওডিআইতেও সেঞ্চুরি। তাঁকে বিশ্রাম দিয়ে অন্য কাউকে দেখে নেওয়ার সুযোগ নিতে চায় টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা ফিরেছেন। তিনি ওপেন করবেন একটু নিশ্চিত। শুভমনের পরিবর্তে রোহিতের ওপেনিং সঙ্গী হতে পারেন বাঁ হাতি ব্য়াটার ঈশান কিষাণ। এখান থেকে আর একটা অঙ্কও পরিষ্কার হবে। লোকেশ রাহুলকে টিম ইন্ডিয়া ওপেনার হিসেবে দেখছে নাকি মিডল অর্ডার ব্যাটার। গত ম্যাচগুলিতে মিডল অর্ডারেই খেলেছেন ঈশান কিষাণ, লোকেশ রাহুল। এই ম্যাচে রাহুল-রোহিত ওপেন করলে ঈশান মিডল অর্ডারে। আর রোহিত-ঈশান থাকলে রাহুল মিডল অর্ডারেই।

ধরে নেওয়া যাক রোহিতের সঙ্গে ঈশান কিষাণ ওপেন করবেন। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার হতে পারে, তিনে বিরাট, চারে শ্রেয়স, পাঁচে রাহুল এবং ছয়ে সূর্যকুমার যাদব। বোলিং কম্বিনেশনে বাড়তি নজর থাকবে। অশ্বিনকে প্রথম দু-ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। তাঁকে এই ম্যাচেও খেলানো হবে, নিশ্চয়তা নেই। অফস্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দেখা হতে পারে। সঙ্গে কুলদীপ যাদব এবং বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আবার জাডেজাকে বিশ্রাম দিয়ে অশ্বিনকে আরও এক ম্যাচ দেখে নেওয়া হতে পারে। সামি এবং প্রসিধের পরিবর্তে বুমরা, সিরাজের খেলার সম্ভাবনা প্রবল। বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন করার আগে এটিই শেষ ম্যাচ। ক্লিন সুইপের পাশাপাশি পরীক্ষার কথা ভুলছে না টিম ম্যানেজমেন্ট।

অজি শিবিরে চিন্তার বিষয় স্টিভ স্মিথের ফর্ম। প্রথম দু-ম্যাচেই ব্যর্থ। এই ম্যাচে তাঁর ফর্মে নজর থাকবে। তবে অজি শিবিরে আকর্ষণে আরও দু-জন। মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম দু-ম্যাচে খেলেননি। দু-জনেরই ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে। এই ম্যাচে ফিরতে পারেন। ওডিআইতে এর আগে কখনও ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। সেই রেকর্ড আটকানো বড় চ্যালেঞ্জ অজি শিবিরে।

Next Article