আমেদাবাদ: রান মেশিন বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে টেস্ট ক্রিকেটে কবে কাটবে সেঞ্চুরির খরা? এই প্রশ্নটা দিন দিন জোরাল হচ্ছে। কিন্তু উত্তর নেই। চলতি ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এখনও অবধি হয়ে যাওয়া তিনটি টেস্টে ৫ ইনিংসে খেলেছেন বিরাট। আর সেই ৫ ইনিংস মেলালে কোহলির নামের পাশে দেখা যাবে মোট ১১১ রান। এই পরিসংখ্যানটা ভিকের নামের পাশে মোটেই মাননসই নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টে এ বার কোহলির ব্যাটে রানের ফুলঝুলি ফোটে কিনা সেটাই দেখার। আমেদাবাদ টেস্টে এক রেকর্ড গড়ার সুযোগও রয়েছে বিরাটের সামনে। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজের তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। আপাতত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। এই তিন টেস্টের একটিতেও হাফসেঞ্চুরি করতে পারেননি বিরাট। দীর্ঘদিন কোহলির ব্যাটে রানের খরা চলছিল। সেখান থেকে সীমিত ওভারের ক্রিকেটে রানে ফিরেছেন বিরাট। কিন্তু এখনও অবধি সাদা জার্সিতে পুরনো কিং কোহলির মেজাজ দেখা যায়নি। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে শেষ বার তিন অঙ্কের রান এসেছিল কোহলির ব্যাটে। তার পর থেকে চলছে শতরানের খরা। আমেদাবাদ টেস্টে বিরাট যদি সেঞ্চুরি করেন তা হলে খুশিতে মেতে উঠবে কোহলি প্রেমীরা। এ ছাড়াও অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ৪২ রান করলে এক বিশেষ কীর্তি গড়বেন বিরাট।
কী সেই বিশেষ রেকর্ড? ক্যাঙ্গারুদের বিরুদ্ধে আমেদাবাদে চতুর্থ টেস্টে আর ৪২ রান করলেই টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে ৪০০০ রানের রেকর্ড গড়বেন বিরাট। এই তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগ। পঞ্চম ব্যাটার হিসেবে বিরাটের সামনে এই এলিট গ্রুপে ঢুকে পড়ার সুযোগ রয়েছে।
ভারতের মাটিতে কোহলি ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামছেন। বিরাট যদি আমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪২ রান করতে পারেন তা হলে তিনি ভারতের মাটিতে দ্রুততম ৪ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে চলে আসবেন। একইসঙ্গে ভারতের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাসকরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। দেশের মাটিতে এখনও অবধি টেস্ট ক্রিকেটের ৭৬টি ইনিংসে বিরাট করেছেন ৩৯৫৮ রান। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সেরা গড় রয়েছে কোহলির (৫৮.২০)।