Yashasvi Jaiswal: দ্বিতীয় ইনিংসেও যশস্বীর সেঞ্চুরির স্বপ্নভঙ্গ, বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক

India vs Australia Boxing Day Test: ব্যাটিংয়ে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুরোটা হল না। আউটের সিদ্ধান্ত নিয়ে অবশ্য খুশি নন যশস্বী জয়সওয়াল। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফদউল্লা। তাঁর সিদ্ধান্ত নিয়েও আলোচনা। বলা ভালো চূড়ান্ত বিতর্ক এবং নানা প্রশ্ন উঠছে।

Yashasvi Jaiswal: দ্বিতীয় ইনিংসেও যশস্বীর সেঞ্চুরির স্বপ্নভঙ্গ, বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক
Image Credit source: Daniel Pockett - CA/Cricket Australia via Getty Images
Follow Us:
| Updated on: Dec 30, 2024 | 11:42 AM

প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করেছিলেন। সিনিয়র ব্যাটিং পার্টনার বিরাট কোহলির সঙ্গে ভুলবোঝাবুঝিতে রান আউট। ১৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল যশস্বী জয়সওয়ালের। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটিংয়ের ভরসা হয়ে উঠেছিলেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। পন্থের সঙ্গে তাঁর ৮৮ রানের জুটি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু পন্থ ফিরতেই ভারতীয় শিবিরে ছন্দপতন হয়। অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে দামী উইকেট হয়ে দাঁড়ায় যশস্বী জয়সওয়াল। অবশেষে সেটাও মিলল।

প্রথম ইনিংসে ১৮, দ্বিতীয় ইনিংসে ১৬। ফের সেঞ্চুরি মিস। তার চেয়েও বড় অস্বস্তি অস্ট্রেলিয়ার মাত্র তিন উইকেট চাই মেলবোর্ন টেস্ট জিততে। ফিল্ডিংয়ের প্রচুর ভুল করেছিলেন যশস্বী। তাঁর তিনটি ক্য়াচ মিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ব্যাটিংয়ে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুরোটা হল না। আউটের সিদ্ধান্ত নিয়ে অবশ্য খুশি নন যশস্বী জয়সওয়াল। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফদউল্লা। তাঁর সিদ্ধান্ত নিয়েও আলোচনা। বলা ভালো চূড়ান্ত বিতর্ক এবং নানা প্রশ্ন উঠছে।

এই খবরটিও পড়ুন

প্যাট কামিন্সের স্লোয়ার বাউন্সারে হুক শট খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। উইকেটের পিছনে তা ধরেন অ্যালেক্স ক্যারি। প্যাট কামিন্সের বিশ্বাস, বল গ্লাভসে লেগেছে। সঙ্গে সঙ্গে রিভিউ নেন প্যাট কামিন্স। ভিজুয়াল দেখেন তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফদউল্লা। স্নিকোমিটারে কোনও স্পাইক ধরা পড়েনি। অন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসনও আউট দেননি। ফলে অনফিল্ড ডিসিশনেই ভরসা রাখা উচিত ছিল তাঁর। যদিও ভিজুয়াল দেখেই তিনি অন এয়ার বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, বলের দিক পরিবর্তন হয়েছে।’

আম্পায়ারকে যে অ্যাঙ্গেল দেখানো হয়েছে ব্রডকাস্টারের তরফে সেটা থেকে যে একশো শতাংশ নিশ্চিত হওয়া যায় না, বলাই যায়। যশস্বীর ক্ষেত্রে সাউন্ডও ছিল না। স্নিকোমিটারে কোনও স্পাইক ধরা পড়েনি। কিন্তু নিজের দাবি মেনে ভিজুয়ালের বলের ‘দিক পরিবর্তনের’ ভিত্তিতে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যশস্বীকে আউট দেন তৃতীয় আম্পায়ার। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। যশস্বী অনফিল্ড আম্পায়ারদেরও প্রশ্ন করেন। যদিও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকেই মেনে নিতে হয়।