Rishabh Pant-Travis Head: ঋষভ পন্থকে ফিরিয়ে এ কেমন আচরণ! হেডের ‘ইউনিক সেলিব্রেশন’ নিয়ে বিতর্ক তুঙ্গে
India vs Australia Boxing Day Test: প্রচণ্ড ক্ষুব্ধ সুনীল গাভাসকর বলেছিলেন, স্টুপিড শট। দ্বিতীয় ইনিংসে ধৈর্যের কঠিন পরীক্ষা দিলেন। যদিও ফুল মার্কস পেলেন না। ড্র করার যে সম্ভাবনা ছিল, সেটাও এখন প্রশ্নের মুখে। কিন্তু আরও বড় বিতর্ক ট্রাভিস হেডের সেলিব্রেশন ঘিরে।
ধ্যান ভঙ্গ সন্ন্যাসীর! ঋষভ পন্থের শট দেখে যেন তাই বলা যায়। ঋষভ পন্থের স্বভাবসিদ্ধ খেলা কারও অজানা নয়। সেটা সাদা বলের ক্রিকেটেই হোক আর লাল বল। মেলবোর্নেও প্রথম ইনংসে অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়েছিলেন। পরপর দু-বলে একই শট। প্রথমটি মিস করার পরও থামেননি। দ্বিতীয়টায় আউট। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ সুনীল গাভাসকর বলেছিলেন, স্টুপিড শট। দ্বিতীয় ইনিংসে ধৈর্যের কঠিন পরীক্ষা দিলেন। যদিও ফুল মার্কস পেলেন না। ড্র করার যে সম্ভাবনা ছিল, সেটাও এখন প্রশ্নের মুখে। কিন্তু আরও বড় বিতর্ক ট্রাভিস হেডের সেলিব্রেশন ঘিরে।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ। ধীর স্থির ব্যাটিং। চা-বিরতির পরই ছন্দপতন। পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড আক্রমণে। শর্ট বল করেন। পন্থের যেন হঠাৎই ধ্যান ভঙ্গ। পুল করলেন। হয়তো সেটি জমি ঘেষা শটও খেলা যেত। ওয়াইড লং অন বাউন্ডারিতে ক্যাচ নেন মিচেল মার্শ। এরপরই ট্রাভিস হেডকে অদ্ভূত সেলিব্রেশনে দেখা যায়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে পন্থের আউট এবং সেলিব্রেশনের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ক্যাপশন দেওয়া হয়েছে, ইউনিক সেলিব্রেশন! সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে অবশ্য এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা কী কারণে ইউনিক সেলিব্রেশন! ট্রাভিস হেড ঠিক কী বোঝাতে চেয়েছেন। প্রশ্ন অনেক। প্রথম ইনিংসে স্যাম কন্টাস-বিরাট কোহলির ঘটনার পর সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি অজি মিডিয়ায় কোহলিকে ‘জোকার’ লেখা হয়েছিল। ট্রাভিস হেডের এই সেলিব্রেশন কি অশ্লীল ইঙ্গিত নয়?
Travis Head gets Rishabh Pant and pulls out a unique celebration 👀#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/EVvcmaiFv7
— cricket.com.au (@cricketcomau) December 30, 2024