দুর্দান্ত একটা শুরুর পর হঠাৎ খেই হারালে অস্বস্তি হওয়ারই কথা। ভারতীয় শিবিরেও তাই হচ্ছে। পারথে জসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিতে জয় দিয়ে শুরু করেছিল ভারত। ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয়। দ্বিতীয় ম্যাচ থেকে ক্যাপ্টেন রোহিত শর্মা যোগ দেন। প্রত্যাশিত ভাবেই কম্বিনেশনেও বদল হয়। তৃতীয় টেস্টে আবারও নতুন কম্বিনেশন। ব্রিসবেন টেস্টের প্রথম দিন মূলত বৃষ্টিতেই ধুয়ে গেছে। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন বাড়তি খেলা হয়। জসপ্রীত বুমরা ছাড়া ভারতের কোনও বোলারই সেই অর্থে দাগ কাটতে পারেননি। পুরো দিন দাপট দেখিয়ে গেলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। ভুল কোথায়? দিনের খেলা শেষে তুলে ধরলেন কোচ।
ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ দুর্দান্ত ব্যাটিং করেছেন এ বিষয়ে সন্দেহ নেই। ভারতের বোলিং? ম্যাচটা যেন হয়ে দাঁড়িয়েছে বুমরা বনাম অস্ট্রেলিয়া! স্মিথ এবং হেড জুটিতে ২৪১ রান তোলেন। দ্বিতীয় নতুন বল পাওয়ার পর অবশেষে তিন ওভারের ব্যবধানে তিন উইকেট নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন সেই জসপ্রীত বুমরাই। শেষ দিকে এক উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। প্রথম সেশনে একটি নিয়েছিলেন নীতীশ রেড্ডি।
ভারতের বিরুদ্ধে টানা দু-ইনিংসে সেঞ্চুরি হেডের। বোলিং কোচ মর্নি মর্কেল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রথমত বলতে চাই, ও দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে আমাদের দিক থেকে বলতে পারি, বল একটু পুরনো হলেই কোনও পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। বিশেষ করে ৫০-৮০ ওভারের এই সময়টাতে। গত ম্যাচেও একই সমস্যা ছিল। প্রচুর শর্ট বল হয়েছে, রান লিক হয়েছে। এই সমস্যাটা আমাদের দ্রুতই মেটাতে হবে।’
দিনের শুরুতে বোলিং দুর্দান্ত হয়েছিল স্বীকার করে নিলেন মর্কেল। ৭০ রানেই অস্ট্রেলিয়ার তিন উইকেট। হেড-স্মিথের পার্টনারশিপেই সব এলোমেলো। পুরনো বলই যে ভারতের পরিকল্পনার বড় শত্রু হয়ে উঠেছেন, কার্যত সেটাই বলতে চাইলেন ভারতীয় দলের বোলিং কোচ।