IND vs AUS: জসপ্রীত বুমরা ছাড়া যেন… হতাশ দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

Dec 15, 2024 | 11:17 AM

India vs Australia 3rd Test: দ্বিতীয় দিন ভারত প্রথম সেশনে দুর্দান্ত পারফর্ম করে। সৌজন্যে জসপ্রীত বুমরা। দুই ওপেনারকে দ্রুতই ফেরান তিনি। আকাশ দীপ বেশ কিছু স্নায়ুর চাপের মুহূর্ত তৈরি করলেও ভাগ্য সঙ্গ দেয়নি। ভারতীয় বোলারদের পারফরম্যান্সে হতাশ প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

IND vs AUS: জসপ্রীত বুমরা ছাড়া যেন... হতাশ দেশের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী
Image Credit source: PTI

Follow Us

টেস্ট ক্রিকেটে দিনের প্রথম ঘণ্টা সব সময়ই গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেশন ধরে খেলা। ব্রিসবেন টেস্টের প্রথম দিন এক সেশনও পূর্ণ হয়নি। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন ভারত প্রথম সেশনে দুর্দান্ত পারফর্ম করে। সৌজন্যে জসপ্রীত বুমরা। দুই ওপেনারকে দ্রুতই ফেরান তিনি। এরপর মার্নাস লাবুশেনের উইকেট নেন নীতীশ রেড্ডি। আকাশ দীপ বেশ কিছু স্নায়ুর চাপের মুহূর্ত তৈরি করলেও ভাগ্য সঙ্গ দেয়নি। ভারতীয় বোলারদের পারফরম্যান্সে হতাশ প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

ভারতের গত দুই অস্ট্রেলিয়া সফরে ডাগআউটে ছিলেন রবি শাস্ত্রী। দুই সিরিজই জিতেছে ভারত। গত সফরে কার্যত ভাঙাচোরা টিম নিয়েই সিরিজ জয়। যাঁরাই সুযোগ পেয়েছেন, নিজেদের সর্বস্ব দিয়ে পারফর্ম করেছেন। এই সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ছাড়া কেউই ধারাবাহিক নন। সকলে বুমরার প্রশংসায় মাতছেন। ট্রাভিস হেডও যেন এই দুর্বলতাকেই শক্তি বানিয়ে নিলেন। টার্গেট করলেন বুমরার বোলিংয়ে যত বেশি রান তোলা যায়। বাকিরা এমনিতেই চাপে থাকবে। হলও তাই।

এই খবরটিও পড়ুন

স্বাভাবিক ভাবেই টিমের এই বোলিং পারফরম্যান্সে হতাশ প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এ বার ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। সেখানেই হতাশা প্রকাশ। বলেন, ‘প্রথম সেশনে দুর্দান্ত বোলিং করল জসপ্রীত বুমরা। কিছুটা সুযোগ তৈরি করলেও আকাশ দীপের ভাগ্য সঙ্গ দেয়নি। কিন্তু সার্বিক ভাবে দেখে মনে হচ্ছে, ভারতীয় টিমে জসপ্রীত বুমরা ছাড়া যেন আর কোনও বোলারই নেই!’

Next Article