Rishabh Pant: গাব্বায় ঋষভের গ্লাভসের কামাল, মাহি-কিরমানিদের এলিট গ্রুপে পন্থ

Dec 15, 2024 | 10:51 AM

IND vs AUS: দেশে তো বটেই, বিদেশের মাটিতেও ঋষভ পন্থের জনপ্রিয়তা তুঙ্গে। ব্রিসবেন টেস্টে গ্যালারিতে তাঁর ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা গিয়েছে। এই টেস্টের দ্বিতীয় দিন এ বার এক নজির গড়লেন পন্থ।

Rishabh Pant: গাব্বায় ঋষভের গ্লাভসের কামাল, মাহি-কিরমানিদের এলিট গ্রুপে পন্থ
গাব্বায় ঋষভের গ্লাভসের কামাল, মাহি-কিরমানিদের এলিট গ্রুপে পন্থ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: গাব্বায় নজির ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)। এক রেকর্ডের দিক থেকে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ছুয়ে ফেললেন তিনি। টেস্ট ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি স্টাম্পিং ও ক্যাচের তালিকায় শীর্ষে ধোনি। এ বার সেই এলিট লিস্টে প্রবেশ করলেন ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে পন্থের ১৫০তম শিকার উসমান খোয়াজা।

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন জসপ্রীত বুমরা তুলে নেন অজি ওপেনার উসমান খোয়াজার উইকেট। স্টাম্পের পিছনে এই ক্যাচটি তালুবন্দি করেন পন্থ। এটাই তাঁর কেরিয়ারের মাইলস্টোন হিসেবে থেকে গেল। ভারতের উইকেটকিপার হিসেবে ঋষভ ৪১টি ম্যাচে ১৩৫টি ক্যাচ নিয়েছেন এবং ১৫টি স্টাম্পিং করেছেন। এই তালিকায় শীর্ষে ধোনি। তিনি ২৫৬টি ক্যাচ নিয়েছেন এবং ৩৮টি স্টাম্পিং করেছেন।

এক ঝলকে দেখে নিন টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি স্টাম্পিং ও ক্যাচ নেওয়ার তালিকায় রয়েছেন কারা —

এই খবরটিও পড়ুন

  • মহেন্দ্র সিং ধোনি (২০০৫-২০১৪) – ৯০টি ম্যাচ খেলেছেন। উইকেটকিপার হিসেবে ২৫৬টি ক্যাচ নিয়েছেন। ৩৮টি স্টাম্পিং করেছেন।
  • সৈয়দ কিরমানি (১৯৭৬-১৯৮৬) – ৮৮টি ম্যাচ খেলেছেন। উইকেটকিপার হিসেবে ১৬০টি ক্যাচ নিয়েছেন। ৩৮টি স্টাম্পিং করেছেন।
  • ঋষভ পন্থ (২০১৮-২০২৪*) – ৪১টি ম্যাচ খেলেছেন। উইকেটকিপার হিসেবে ১৩৫টি ক্যাচ নিয়েছেন। ১৫টি স্টাম্পিং করেছেন।
  • কিরণ মোরে (১৯৮৬-১৯৯৩) – ৪৯টি ম্যাচ খেলেছেন। উইকেটকিপার হিসেবে ১১০টি ক্যাচ নিয়েছেন। ২০টি স্টাম্পিং করেছেন।
  • নয়ন মোঙ্গিয়া (১৯৯৪-২০০১) – ৪৪টি ম্যাচ খেলেছেন। উইকেটকিপার হিসেবে ৯৯টি ক্যাচ নিয়েছেন। ৮টি স্টাম্পিং করেছেন।

 

Next Article