কলকাতা: গাব্বায় নজির ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)। এক রেকর্ডের দিক থেকে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ছুয়ে ফেললেন তিনি। টেস্ট ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি স্টাম্পিং ও ক্যাচের তালিকায় শীর্ষে ধোনি। এ বার সেই এলিট লিস্টে প্রবেশ করলেন ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে পন্থের ১৫০তম শিকার উসমান খোয়াজা।
ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন জসপ্রীত বুমরা তুলে নেন অজি ওপেনার উসমান খোয়াজার উইকেট। স্টাম্পের পিছনে এই ক্যাচটি তালুবন্দি করেন পন্থ। এটাই তাঁর কেরিয়ারের মাইলস্টোন হিসেবে থেকে গেল। ভারতের উইকেটকিপার হিসেবে ঋষভ ৪১টি ম্যাচে ১৩৫টি ক্যাচ নিয়েছেন এবং ১৫টি স্টাম্পিং করেছেন। এই তালিকায় শীর্ষে ধোনি। তিনি ২৫৬টি ক্যাচ নিয়েছেন এবং ৩৮টি স্টাম্পিং করেছেন।
এক ঝলকে দেখে নিন টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি স্টাম্পিং ও ক্যাচ নেওয়ার তালিকায় রয়েছেন কারা —