Mohammed Shami: ওয়ান ডে-তে খেলবেন মহম্মদ সামি, ঘোষণা হল স্কোয়াড

Indian Cricket: রিহ্যাব পর্বে নতুন করে হাঁটুর চোটের সমস্যা বাড়ে। আবারও শুরু থেকে রিহ্যাব করতে হয়। অবশেষে রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন। রঞ্জিতে এক ম্যাচে দেখে তাড়াহুড়ো করতে রাজী ছিল না বোর্ড। টি-টোয়েন্টিতে খেলেছেন। এ বার ওয়ান ডে-তেও খেলবেন।

Mohammed Shami: ওয়ান ডে-তে খেলবেন মহম্মদ সামি, ঘোষণা হল স্কোয়াড
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 11:39 PM

অস্ট্রেলিয়া সফরের সম্ভাবনা কি একেবারেই শেষ হয়ে গেল মহম্মদ সামির? জল্পনা আরও জোরালো হল। গত ওয়ান ডে বিশ্বকাপের পরই গুরুতর চোট ছিল মহম্মদ সামির। দেশের অন্যতম সেরা পেসার মহম্মদ সামির অস্ত্রোপচারও হয়। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর ফিটও হয়ে উঠেছিলেন। ব্যাটিং-বোলিংও শুরু করেছিলেন। রিহ্যাব পর্বে নতুন করে হাঁটুর চোটের সমস্যা বাড়ে। আবারও শুরু থেকে রিহ্যাব করতে হয়। অবশেষে রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন। রঞ্জিতে এক ম্যাচে দেখে তাড়াহুড়ো করতে রাজী ছিল না বোর্ড। টি-টোয়েন্টিতে খেলেছেন। এ বার ওয়ান ডে-তেও খেলবেন।

আগামী ২১ ডিসেম্বর শুরু ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি। এ দিন বাংলা ক্রিকেট সংস্থা স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে। তাতে রয়েছেন মহম্মদ সামি। এক সপ্তাহ পর বিজয় হাজারে ট্রফি। ফাইনাল ১৮ জানুয়ারি। এর মাঝে বিশাল কোনও পরিবর্তন না হলে, সামির অস্ট্রেলিয়া সফরের সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই সম্ভবত প্রস্তুত করা হচ্ছে মহম্মদ সামিকে। বাংলা দলে আরও স্বস্তি, সামির পাশাপাশি পাওয়া যাবে অস্ট্রেলিয়া সফরে স্ট্যান্ড বাই লিস্টে রয়েছেন মুকেশ কুমার। তিনিও ফিরছেন। স্কোয়াডে রাখা হয়েছে মুকেশকেও।

সদ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন সামি। ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে বাংলা। নয়তো সামিকে আরও একটু দেখে নেওয়ার সুযোগ ছিল নির্বাচকদের কাছে। সৈয়দ মুস্তাক আলির মতো বিজয় হাজারে ওয়ান ডে ট্রফিতেও বাংলাকে নেতৃত্ব দেবেন সুদীপ ঘরামিই। স্কোয়াডে রাখা হয়েছে সব্যসাচী বোলার কৌশিক মাইতিকে। ২১ ডিসেম্বর বাংলার প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে।

বাংলা স্কোয়াড- সুদীপ ঘরামি (ক্যাপ্টেন), মহম্মদ সামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, সুদীপ চট্টোপাধ্যায়, করণ লাল, শাকির হাবিব গান্ধী, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, রনজ্যোৎ সিং খাইরা, প্রদীপ্ত প্রামাণিক, কৌশিক মাইতি, বিকাশ সিং, মুকেশ কুমার, সক্ষম চৌধুরি, রোহিত কুমার, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ।