IND vs ENG: ম্যাচ জিন্দা হ্যায়! রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মন্দ আলো-বৃষ্টি, ম্যাচ গড়াল পঞ্চম দিনে
IND vs ENG Test Series: দুর্বল হৃদয় ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ যে এখন ভয়ঙ্কর, বলাই যায়। ম্যাচের তৃতীয় দিন অবধি মনে হচ্ছিল, ভারতের জয় সময়ের অপেক্ষা। চতুর্থ দিন আসল 'টেস্ট' শুরু হল। তবে ম্যাচ এখনও জিন্দা হ্যায়।

ওভাল টেস্ট জমজমাট। দিনের খেলা আর হবে কি না সন্দেহ রয়েছে। প্রাথমিক ভাবে মন্দ আলোর কারণে খেলা বন্ধ করা হয়েছিল। যদিও খেলা বন্ধের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি। যে কারণে মনে করা হচ্ছে পঞ্চম দিনই ম্যাচের ফয়সালা হবে। মন্দ আলোয় খেলা বন্ধ না হলে রেজাল্ট চারদিনেই হয়ে যেত। তবে দুর্বল হৃদয় ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ যে এখন ভয়ঙ্কর, বলাই যায়। ম্যাচের তৃতীয় দিন অবধি মনে হচ্ছিল, ভারতের জয় সময়ের অপেক্ষা। চতুর্থ দিন আসল ‘টেস্ট’ শুরু হল। তবে ম্যাচ এখনও জিন্দা হ্যায়। দু-দলের কাছেই সমান সুযোগ রয়েছে।
ইংল্যান্ডকে এই টেস্ট এবং সিরিজ জিততে ইতিহাস গড়তে হবে। ৩৭৪ রানের বিশাল টার্গেট। তা যদিও এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ রানে। কিন্তু এই ৩৫টা রানও এখন সাড়ে তিনশোর সমান। পরিস্থিতি তেমনই। এই টার্গেট দেওয়ার পর সকলেই ধরে নিয়েছিলেন ভারতের জয় নিশ্চিত। কারণ, ওভালে কখনও ২৫৩-র বেশি রান তাড়া করে জয়ের নজির নেই। তাও সেটি শত বর্ষ আগের ঘটনা। ইংল্যান্ড সেই ইতিহাস বদলানোর লক্ষ্যেই।
চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক এবং জো রুটের ১৯৫ রানের পার্টনারশিপ কার্যত ভারতের আশায় জল ঢেলে দিয়েছিল। সে সময় আর আশা দেখা যায়নি। কিন্তু ব্রুককে ফেরাতে রানের গতিতে কিছুটা লাগাম আসে। চায়ের পরই অবশ্য খেলার রং পাল্টে গেল। খারাপ শট খেলে আউট জেকব বেথেল। সেঞ্চুরি করা জো রুটকে ফেরান প্রসিধ কৃষ্ণ। এখান থেকেই চাপের পরিস্থিতি তৈরি ইংল্যান্ড শিবিরেও।
ম্যাচের প্রথম দিন ক্রিস ওকস চোট পেয়েছিলেন। বলা হয়েছিল, তিনি বোলিং-ব্যাটিং করবেন না। তবে ইংল্যান্ড টিম পরিস্থিতি বিচার করে তাঁকে আবার ডেকে পাঠিয়েছে। কিন্তু তিনি নামতে পারবেন কি না নিশ্চিত নয়। ইংল্যান্ড জয়ের খুব কাছে পৌঁছে গেলে তাঁকেও নামিয়ে দেওয়া হতে পারে। ফলে ভারতের টার্গেট আর তিন উইকেট বলা যায় না। চার উইকেটই হয়তো নিতে হবে।
বৃষ্টি না থামায় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। ম্যাচ গড়াল পঞ্চম দিনে। ক্রিজে রয়েছেন জেমি স্মিথ ও জেমি ওভার্টন। স্মিথের উইকেট পেলে ম্যাচ আবার ভারতের দিকেই ৯০ শতাংশ ঝুঁকে যাবে।
