India vs South Africa T20 2024: ঘরে ক্লিনসুইপ, ‘লিডার’ রোহিতকে নিয়ে যা বলছেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য

IND vs SA T20I 2024, Suryakumar Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রোহিতের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন। এ বার তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। তার আগে সাংবাদিক সম্মেলনে রোহিত প্রশ্নের মুখে পড়লেন সূর্যকুমার যাদব। কী বলছেন তিনি?

India vs South Africa T20 2024: ঘরে ক্লিনসুইপ, 'লিডার' রোহিতকে নিয়ে যা বলছেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য
Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images)
Follow Us:
| Updated on: Nov 07, 2024 | 9:37 PM

ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। ভারতীয় ক্রিকেটে অন্যতম লজ্জার অধ্যায়। ভারতীয় টেস্ট দল যাবে অস্ট্রেলিয়ায়। পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। অন্যদিকে, কাল, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ ক্রিকেটারকেও পাঠানো হয়েছে। স্কাইদের ফোকাসে বিশ্বকাপ ফাইনালের রিক্যাপ! টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রোহিতের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন। এ বার তাদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। তার আগে সাংবাদিক সম্মেলনে রোহিত প্রশ্নের মুখে পড়লেন সূর্যকুমার যাদব। কী বলছেন তিনি?

অল্প সময়ের মধ্যেই রোহিত শর্মাকে নিয়ে পরিস্থিতি অচেনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজয়ের পর রোহিতকে দেশের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেনের আসনে বসানো হয়েছিল। টেস্ট সিরিজ হারের পর রোহিতের নেতৃত্ব নিয়েই প্রশ্ন। সূর্যকুমার যাদব অবশ্য রোহিতের পথেই হাঁটছেন বলে আবারও বললেন। শুধু তাই নয়, রোহিতকে লিডার বলতেই স্বচ্ছন্দ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্কাই বলছেন, ‘প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া খুব জরুরি। আমি সেটাই চেষ্টা করি। ক্যাপ্টেন হিসেবে রোহিতের সঙ্গে দেশের জার্সিতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছি। ওর কাছে অনেক কাছে শিখেছি। নেতৃত্বের দিক থেকে আমিও ওর পথেই হাঁটছি। শুধু নিজের একটু মশলা যোগ করেছি। বাকি সব ওর মতোই বলতে পারেন।’

লিডার রোহিতের বর্তমান পরিস্থিতি নিয়ে সূর্যকুমার যাদবের পরিষ্কার জবাব, ‘আমার টেস্ট কামব্যাক হবেই। যখনই সুযোগ পাই, ঘরোয়া ক্রিকেটে খেলি। যখন হবে দেখা যাবে। রোহিত ভাইকে প্রচুর ফলো করেছি। একজন লিডার কতটা সময় দিচ্ছে সেই ছোট ছোট বিষয়গুলো জরুরি। আপনারাও জানেন, খেলায় হার-জিত তো লেগেই থাকে। সবাই পরিশ্রম করে, জেতার লক্ষ্যেই খেলে। রোহিতের থেকে যেটা শিখেছি, ব্যালান্স জরুরি। ভালো হোক বা খারাপ, ও কখনও রূপ বদলায় না। আমি ওকে বরাবরই লিডার বলে থাকি। কারণ, লিডারই চায় ওই ফরম্যাটকে কী ভাবে খেলবে। নিজেদের খেলা খেলে দেখিয়েছে। রোহিত আমাদের সঙ্গে কীভাবে মেশে, সেটাও আমি ফলো করি। সতীর্থদের সঙ্গে ডিনার, ট্রাভেল করে। মাঠের বাইরে এই আচরণগুলোও জরুরি। শ্রদ্ধা অর্জন, ভরসা করতে এগুলো জরুরি।’