কমনওয়েলথ গেমসের টিকিট, উচ্ছ্বসিত হরমনপ্রীতরা

Apr 26, 2021 | 6:20 PM

আগামী বছর ২৮ জুলাই থেকে ৮ অগস্ট কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। এই গেমসে ভারতের (India) পারফরম্যান্স বরাবর ভালো।

কমনওয়েলথ গেমসের টিকিট, উচ্ছ্বসিত হরমনপ্রীতরা
কমনওয়েলথ গেমসের টিকিট, উচ্ছ্বসিত হরমনপ্রীতরা

Follow Us

দুবাই: ২৪ বছর পর আবার ক্রিকেট (Cricket) ফিরছে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games)। তাও আবার কিনা মেয়েদের টি-টোয়েন্টি (Women’s T20) ক্রিকেটের মধ্যে দিয়ে। ২০২২ সালের বার্মিংহ্যাম (Birmingham) সিডব্লিউজি যেন এখন থেকেই আগ্রহী করে তুলছে ক্রিকেট বিশ্বকে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আয়োজক ইংল্যান্ড সহ আরও ছয় দেশ খেলবে। চলতি মাসের বিশ্ব ক্রমপর্যায়ের ভিত্তিতে ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার খেলা পাকা। আর খেলবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ।

আগামী বছর ২৮ জুলাই থেকে ৮ অগস্ট কমনওয়েলথ গেমস। এই গেমসে ভারতের (India) পারফরম্যান্স বরাবর ভালো। শুটিং, কুস্তি, ট্র‍্যান্ড অ্যান্ড ফিল্ড, টেবল টেনিস থেকে নিয়মিত পদক আসে। ঐতিহ্যশালী এজবাস্টনে হবে টি-টোয়েন্টি ক্রিকেট। সোমবার সাতটা টিমের নাম ঘোষণা করে দিল আইসিসি। যার পর ভারতের টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বলেছেন, ‘কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। আমরা সেরাটা দেওয়ার জন্য নামব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিলাম আমরা। ওটা টিম হিসেবে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। সেটাকেই আরও একবার তুলে ধরার চেষ্টা করব।’

আরও পড়ুন: বার্সেলোনা ওপেন জিতে দুইয়ে উঠলেন নাদাল

মেয়েদের ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। হ্যারিরা এখন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার। হরমনপ্রীত বলেছেন, ‘মেয়েদের ক্রিকেট এখন অনেক জনপ্রিয়। কমনওয়েলথ গেমসের মতো মঞ্চে আমরা মেয়েরা নামার সুযোগ পাচ্ছি। এটাও একটা বড় মোটিভেশন।’

Next Article