বার্সেলোনা ওপেন জিতে দুইয়ে উঠলেন নাদাল
ক্লে কোর্টে বাঁ হাতি টেনিস প্লেয়ার আজও অপ্রতিরোধ্য। ১২তম বার্সেলোনা ওপেন (Barcelona open) জিতে সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন তিনি।
প্যারিস: স্তেফানোস সিসিপাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর জিতেছেন বার্সেলোনা ওপেন (Barcelona open)। সেই সুবাদেই বিশ্ব টেনিসের ক্রমপর্যায়ে একধাপ উঠে এলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। দানিল মেদভেদেভকে তিনে নামিয়ে দিলেন স্প্যানিশ টেনিস (Tennis) তারকা। একে অবশ্য থাকলেন নোভাক জকোভিচই। আটে রজার ফেডেরার। চার থেকে সাতে যথাক্রমে ডমিনিক থিয়েম, স্তোফানোস সিসিপাস, আলেসান্দার জেরেভ, আন্দ্রে রুবলেভ।
? With this victory @RafaelNadal gets back to Nº2️⃣ of the ?#BCNOpenBS pic.twitter.com/dIpDNZJfp9
— Barcelona Open Banc Sabadell (@bcnopenbs) April 25, 2021
দীর্ঘদিন পর কোর্টে ছন্দে দেখা গিয়েছে নাদালকে। সিসিপাসের বিরুদ্ধে এই বছরের সবচেয়ে লম্বা ম্যাচে ৬-৪, ৬-৭ (৬-৮), ৭-৫ হারিয়েছেন। ক্লে কোর্টে বাঁ হাতি টেনিস প্লেয়ার আজও অপ্রতিরোধ্য। ১২তম বার্সেলোনা ওপেন জিতে সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন তিনি। সব মিলিয়ে ক্লে কোর্টে ৬১তম খেতাব জয় তাঁর। নাদালের ধারেকাছে কেউ নেই। ৩০ মে থেকে শুরু হচ্ছে রোলাঁ গারো। ফরাসি ওপেনেও অন্যতম ফেভারিট হিসেবেই নামবেন তিনি।
আরও পড়ুন: চেলসির মুখে নামার আগে ব্যাপক চাপে জিদানরা
চোট আঘাতে কয়েক বছর সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নামলেও বেশি দূর এগোতে পারেননি। কোমরের চোট আরও একবার ঝামেলায় ফেলেছিল। সে সব কাটিয়ে তিনি আবার ছন্দে ফিরেছেন, বলছেন নাদাল-ভক্তরা। রজার ফেডেরারের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডকে সামনে রেখেই এগোচ্ছেন নাদাল।