জন্মের আগেই মৃত্যু কামনা! যাতে নষ্ট হয়ে যায় বিশেষ ফল খেতেন ভারতীর মা?

Bharti Singh: কৌতুকশিল্পী হিসাবে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন ভারতী সিং। কিন্তু তাঁর অতীত জীবনটা মোটেই সুখকর ছিল না। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। দু'বেলা ঠিক মতো খাবার পর্যন্ত জুটত না। এবার নিজের জন্ম নিয়েই বিস্ফোরক ভারতী।

জন্মের আগেই মৃত্যু কামনা! যাতে নষ্ট হয়ে যায় বিশেষ ফল খেতেন ভারতীর মা?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 10:13 PM

কৌতুকশিল্পী হিসাবে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন ভারতী সিং। কিন্তু তাঁর অতীত জীবনটা মোটেই সুখকর ছিল না। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। দু’বেলা ঠিক মতো খাবার পর্যন্ত জুটত না। এবার নিজের জন্ম নিয়েই বিস্ফোরক ভারতী। সম্প্রতি এক পডকাস্টে এসে এমন কিছু ঘটনার কথা জানিয়েছেন যা শুনলে রীতিমতো চমকে যাবে যে কেউ। জানেন কি ভারতীর জন্ম হোক চাননি তাঁর মা! অভাবের সংসার। ভারতীর আগে দুই সন্তানও ছিল তাঁর মায়ের। তাই ভারতী যখন তাঁর মায়ের গর্ভে তখন লাগাতার একটি ফল খেতেন তাঁর মা। খেতেন গর্ভনিরোধক ওষুধও। যাতে সেই সন্তান যেন ভূমিষ্ঠ না হতে পারে।

ভারতীর কথায়, “আমায় চাননি মা। এর আগে দুই সন্তান ছিল তাঁর। তাই আর একটা হোক কিছুতেই চাননি। ওষুধ খেতেন। খেতেন খেজুরও কিন্তু এই দুনিয়াতে হয়তো আমার আসার কথা আগে থেকেই নির্ধারিত হয়েইছিল। তাই কিছুই আমাকে আর আটকাতে পারেনি।” অনেকেই মনে করেন গর্ভবতী নারীর ক্ষেত্রে খেজুর নাকি ক্ষতিকর। যদিও এর বিজ্ঞানসম্মত কোনও প্রমাণ মেলেনি।

সেই সঙ্গে ভারতী আরও বলেন, “আমার মা নিজে নিজেই আমার জন্ম দিয়েছে। কেউ পাশে ছিল না। ৬০ টাকা দিয়ে দাই মাকে ডেকেছিল। কর্ড কাটার জন্য। আর এক পয়সাও খরচ করতে হয়নি আমার জন্মের জন্য।” উল্লেখ্যস ভারতী জানিয়েছেন এতটা অবস্থা খারাপ ছিল তাঁদের যে, লোকের বাড়ি কাজ করে তাঁদের বড় করেছিলেন মা। কিন্তু ওই যে চিরদিন কাহারও সমান নাহি যায়। দীর্ঘ পরিশ্রমের পর আজ তিনি সফল। এক সন্তান ও স্বামী হর্ষ লিম্বাচিয়াকে নিয়ে এই মুহূর্তে তাঁর সুখের সংসার।