Ind vs Aus, BGT 2023: দিন-রাত পড়েও ডাহা ফেল অস্ট্রেলিয়া, ইনিংসে হার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 11, 2023 | 3:53 PM

মাঠে নেমে নেমে কোনও পরীক্ষাতেই পেরে উঠল না অজিরা। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে ভারত ১৩২ রান ও ইনিংসের বিশাল ব্যবধানে জয় তুলে নিল।

Ind vs Aus, BGT 2023: দিন-রাত পড়েও ডাহা ফেল অস্ট্রেলিয়া, ইনিংসে হার
Image Credit source: Twitter

Follow Us

নাগপুর: সিরিজ শুরু আগে অনেক পড়াশোনা। মেধাবী ছাত্রদের মতো দিন-রাত পড়াশোনা করেছে তারা। প্রস্তুতি ম্যাচ খেলার বদলে, নিজেদের মতো সিলেবাস তৈরি করে প্রস্তুতি সেরেছে। বেঙ্গালুরুতে অশ্বিন-জাডেজার স্টাইলে বোলিং করতে পারেন এমন দু-জনের বিরুদ্ধে অনুশীলন করেছেন। কিন্তু মাঠে নেমে নেমে কোনও পরীক্ষাতেই পেরে উঠল না অজিরা। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে ভারত ১৩২ রান ও ইনিংসের বিশাল ব্যবধানে জয় তুলে নিল। ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) প্রথম টেস্টের ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

আসল নকলের যে বিস্তর ফারাক, খুব ভালো ভাবেই টের পেয়েছে অজি শিবির। প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া। টসে জিতে ব্য়াটিং নিয়েছিল তারা। ভারতীয় বোলিং আক্রমণে তিন স্পিনার। তাঁদে মধ্যে অশ্বিনকে নিয়ে বেশি আতঙ্কিত ছিল অজি শিবির। প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাডেজা ৫ উইকেট নেন। তবে বল যত না স্পিন করেছে, আতঙ্কেই উইকেট খুঁইয়েছে অজি ব্যাটাররা। জাডেজা ৫ ও অশ্বিন ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে মন্দের ভালো মার্নাস লাবুশেন। ৪৯ রান করেন তিনি। স্টিভ স্মিথ করেন ৩৭ রান। শেষ দিকে কাউন্টার অ্যাটাকে অ্যালেক্স ক্যারির অবদান ৩৬। জবাবে রোহিত শর্মার শতরানে ভারত অ্যাডভান্টেজ ছিল। লোয়ার অর্ডারে পার্থক্য গড়ে দেন রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। জাডেজা ৭০ এবং অক্ষর প্য়াটেল ৮৪ রান করেন। সঙ্গীর অভাবে শতরান থেকে বঞ্চিত হন অক্ষর। তবে বিনোদন এবং কার্যকরী ইনিংস খেলেন মহম্মদ সামি। ৪৭ বলে ৩৭ রান। এর মধ্যে ২টি বাউন্ডারিএবং ৩টি ওভার বাউন্ডারি মারেন।

অস্ট্রেলিয়ার টসে জিতে ব্য়াটিং নেওয়ার পিছনে কারণ ছিল, ভারতকে চতুর্থ ইনিংসে কঠিন পরিস্থিতিতে ফেলা। কিন্তু সেই সুযোগই দিলেন না অশ্বিনরা। ২২৩ রানের লিড ছিল ভারতের কাছে। এটুকু রান নিয়েও অস্ট্রেলিয়াকে ইনিংসে হারানো যায়, দেখিয়ে দিল ভারত। বোলিং ওপেন করেন সামি ও অশ্বিন। নিজের প্রথম ওভারেই উসমান খোয়াজাকে ফেরান অশ্বিন। ভারতের মাটিতে টেস্ট অভিষেক হতাশার হল খোয়াজার। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে ভারত সফরে এলেও টেস্ট খেলার সুযোগ হয়নি উসমান খোয়াজার। নাগপুরে দু ইনিংসে তাঁর অবদান যথাক্রমে ১, ৫। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস স্থায়ী হল মাত্র ৩২.৩ ওভার। ৯১ রানেই অলআউট। রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট নেন। জাডেজা নেন ২ উইকেট। অক্ষর প্য়াটেলের ঝুলিতে ১ উইকেট। শেষ স্পেলে নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ডকে ফিরিয়ে ইনিংস ইতি করেন মহম্মদ সামি। অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বাধিক রান স্টিভ স্মিথের। ২৫ রানে অপরাজিত থাকেন প্রাক্তন অজি অধিনায়ক।

দু’ ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার ১৬ উইকেটই ভারতীয় স্পিনারদের ঝুলিতে। ভারত সফরে অস্ট্রেলিয়ার এখন মনোবিদ প্রয়োজন কী না, সেটা নিয়েও ভাবনা চিন্তা হতে পারে!

Next Article